শেষবার ইউরো কাপের ফাইনালে পর্তুগাল উঠেছিল ২০০৪ সালে ৷ তখন সবে কেরিয়ার শুরু করেছেন রোনাল্ডো ৷ আর এখন দলের সবচেয়ে সিনিয়র প্লেয়ার ৷ দেশকে চ্যাম্পিয়ন করার গুরুদায়িত্ব এখন তাঁর উপরেই ৷ ফাইনালে প্রতিপক্ষ ফ্রান্স হোক বা জার্মানি, এবছর আর নিশ্চয় রানার্স হতে চাইবেন না পর্তুগীজরা ৷