ভারতীয় দলের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) মুম্বই ইন্ডিয়ান্স-এর জার্সিতে আন্তর্জাতিক যোগাসন দিবস পালন করলেন। নিজের বাড়িতেই আন্তর্জাতিক যোগাসন দিবস পালন করলেন হরভজন সিং (Harbhajan Singh)। ভারতীয় টেস্ট দলের ব্যাটার চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara) যোগাভ্যাস করলেন সাতসকালে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) যোগাসন করার একটি ছবি শেয়ার করেছেন। চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড় সহ চার জন ক্রিকেটার যোগাসনের ছবি শেয়ার করলেন। ভারতীয় টেস্ট দলের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল একটি ছবি শেয়ার করেছেন। ভারতীয় বক্সার নিখাত জারিন (Nikhat Zareen) আ্তর্জাতিক যোগাসন দিবসে একটি ছবি শেয়ার করেছেন।