Virat Kohli: ২৫ বছরের অধিনায়কের অধীনে খেলবেন কোহলি! হয়ে গেল সরকারি ঘোষণা

Last Updated:
Virat Kohli: সবকিছু ঠিকই ছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সরকারিভাবে আগামী ২০ জানুয়ারি থেকে রনজি ট্রফিতে শুরু হতে চলা দিল্লি বনাম রেলওয়ে ম্যাচে দিল্লি স্কোয়াডে নাম ঘোষণা করা হল বিরাট কোহলির।
1/6
সবকিছু ঠিকই ছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সরকারিভাবে আগামী ২০ জানুয়ারি থেকে রনজি ট্রফিতে শুরু হতে চলা দিল্লি বনাম রেলওয়ে ম্যাচে দিল্লি স্কোয়াডে নাম ঘোষণা করা হল বিরাট কোহলির।
সবকিছু ঠিকই ছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সরকারিভাবে আগামী ২০ জানুয়ারি থেকে রনজি ট্রফিতে শুরু হতে চলা দিল্লি বনাম রেলওয়ে ম্যাচে দিল্লি স্কোয়াডে নাম ঘোষণা করা হল বিরাট কোহলির।
advertisement
2/6
ভারতীয় দলের তারকা ব্যাটারদের খারাপ ফর্মের কারণে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেয় বিসিসিআই। রোহিত, গিল,  রাহুল, যশস্বীরা একটি করে রনজি ট্রফি ম্যাচ খেলেও ফেলেছেন।
ভারতীয় দলের তারকা ব্যাটারদের খারাপ ফর্মের কারণে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেয় বিসিসিআই। রোহিত, গিল, রাহুল, যশস্বীরা একটি করে রনজি ট্রফি ম্যাচ খেলেও ফেলেছেন।
advertisement
3/6
সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে দিল্লির হয়ে খেলার কথা ছিল বিরাট কোহলির। কিন্তু ঘাড়ের পেশিতে টানের কারণে খেলতে পারেননি তারকা ব্যাটার। তবে ৩০ জানুয়ারি ১৩ বছর পর ফের একবার রনজি ট্রফিতে দেখা যাবে কোহলিকে।
সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে দিল্লির হয়ে খেলার কথা ছিল বিরাট কোহলির। কিন্তু ঘাড়ের পেশিতে টানের কারণে খেলতে পারেননি তারকা ব্যাটার। তবে ৩০ জানুয়ারি ১৩ বছর পর ফের একবার রনজি ট্রফিতে দেখা যাবে কোহলিকে।
advertisement
4/6
উল্লেখযোগ্য বিষয় হল, একসময় দীর্ঘ বছর ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন বিরাট কোহলি। সেই বিরাট কোহলিকেই এবার খেলতে দেখা যাবে ২৫ বছর বয়সী আয়ুশ বাদোনির নেতৃত্বের অধীনে।
উল্লেখযোগ্য বিষয় হল, একসময় দীর্ঘ বছর ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন বিরাট কোহলি। সেই বিরাট কোহলিকেই এবার খেলতে দেখা যাবে ২৫ বছর বয়সী আয়ুশ বাদোনির নেতৃত্বের অধীনে।
advertisement
5/6
এক ঝলকে দেখে নিন দিল্লির স্কোয়াড: আয়ুষ বাদোনি (অধিনায়ক), বিরাট কোহলি, প্রণব রাজবংশী (উইকেটকিপার), সনাত সাঙ্গওয়ান, অর্পিত রানা, ময়াঙ্ক গুসাইন, শিবম শর্মা, সুমিত মাথুর, বংশ বেদী (উইকেটকিপার), মানি গ্রেওয়াল, হর্ষ ত্যাগী, সিদ্ধান্ত শর্মা, নবদীপ সাইনি, যশ ধুল, গগন ভাটস, জন্টি সিধু, হিম্মত সিং, বৈভব কন্দপাল, রাহুল গেহলট, জিতেশ সিং।
এক ঝলকে দেখে নিন দিল্লির স্কোয়াড: আয়ুষ বাদোনি (অধিনায়ক), বিরাট কোহলি, প্রণব রাজবংশী (উইকেটকিপার), সনাত সাঙ্গওয়ান, অর্পিত রানা, ময়াঙ্ক গুসাইন, শিবম শর্মা, সুমিত মাথুর, বংশ বেদী (উইকেটকিপার), মানি গ্রেওয়াল, হর্ষ ত্যাগী, সিদ্ধান্ত শর্মা, নবদীপ সাইনি, যশ ধুল, গগন ভাটস, জন্টি সিধু, হিম্মত সিং, বৈভব কন্দপাল, রাহুল গেহলট, জিতেশ সিং।
advertisement
6/6
ম্যাচের পরে কোহলি ভারতের ওডিআই দলের সাথে যোগ দিতে নাগপুরে যাবেন ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের জন্য, যা ৬ ফেব্রুয়ারি শুরু হবে। এটি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইপিএলের আগে ভারতের শেষ দ্বিপাক্ষিক সিরিজ।
ম্যাচের পরে কোহলি ভারতের ওডিআই দলের সাথে যোগ দিতে নাগপুরে যাবেন ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের জন্য, যা ৬ ফেব্রুয়ারি শুরু হবে। এটি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইপিএলের আগে ভারতের শেষ দ্বিপাক্ষিক সিরিজ।
advertisement
advertisement
advertisement