Virat Kohli : বদলে যাবে জীবন, আসবে সাফল্য! এই তিনটে বই বিরাট কোহলির জীবনটাও বদলে দেয়!

Last Updated:
Virat Kohli- কোহলির সাফল্য ও এই পরিবর্তন কিন্তু একদিনে আসেনি। এসেছে দীর্ঘ পথচলার পর। আর অনেকেই জানেন না, তিনটি বই কোহলির জীবনের গতিপথ বদলে দিয়েছে। সেই তিনটি বইয়ের নাম আজ আমরা আপনাদের জানাব।
1/6
তিনি কী ছিলেন, আর তিনি কী হলেন! বিরাট কোহলিকে দেখার পর অনেকেই এমন কথা বলে থাকেন। কোহলির জীবন বদলেছে গত কয়েক বছরে। দিল্লির রাফ অ্যান্ড টাফ ছেলে এখন জীবনের লড়াইয়ে পরিণত সৈনিক। তবে এই প্রক্রিয়া এত সহজ ছিল না।
তিনি কী ছিলেন, আর তিনি কী হলেন! বিরাট কোহলিকে দেখার পর অনেকেই এমন কথা বলে থাকেন। কোহলির জীবন বদলেছে গত কয়েক বছরে। দিল্লির রাফ অ্যান্ড টাফ ছেলে এখন জীবনের লড়াইয়ে পরিণত সৈনিক। তবে এই প্রক্রিয়া এত সহজ ছিল না।
advertisement
2/6
অনেকেই হয়তো দেখেছেন, গত কয়েক বছরে আধ্য়াত্মিক পথে হাঁটতে শুরু করেছেন। কখনও তাঁকে দেখা গিয়েছে উত্তরাখণ্ডের আশ্রমে, কখনও বৃন্দাবনে। কোহলি বলেন, তাঁর এই পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে অনুষ্কার।
অনেকেই হয়তো দেখেছেন, গত কয়েক বছরে আধ্য়াত্মিক পথে হাঁটতে শুরু করেছেন। কখনও তাঁকে দেখা গিয়েছে উত্তরাখণ্ডের আশ্রমে, কখনও বৃন্দাবনে। কোহলি বলেন, তাঁর এই পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে অনুষ্কার।
advertisement
3/6
কোহলির সাফল্য ও এই পরিবর্তন কিন্তু একদিনে আসেনি। এসেছে দীর্ঘ পথচলার পর। আর অনেকেই জানেন না, তিনটি বই কোহলির জীবনের গতিপথ বদলে দিয়েছে। সেই তিনটি বইয়ের নাম আজ আমরা আপনাদের জানাব।
কোহলির সাফল্য ও এই পরিবর্তন কিন্তু একদিনে আসেনি। এসেছে দীর্ঘ পথচলার পর। আর অনেকেই জানেন না, তিনটি বই কোহলির জীবনের গতিপথ বদলে দিয়েছে। সেই তিনটি বইয়ের নাম আজ আমরা আপনাদের জানাব।
advertisement
4/6
ডিটক্স ইয়োর ইগো: এই বই আত্ম-উন্মোচন নিয়ে। লেখক স্টিভেন সিলভেস্টার। সাফল্যের পথে কাঁটা হয়ে দাঁড়ায় ইগো (অহং), তা দূর করার উপায়  কী, তা নিয়েই লিখেছেন লেখক।
ডিটক্স ইয়োর ইগো: এই বই আত্ম-উন্মোচন নিয়ে। লেখক স্টিভেন সিলভেস্টার। সাফল্যের পথে কাঁটা হয়ে দাঁড়ায় ইগো (অহং), তা দূর করার উপায় কী, তা নিয়েই লিখেছেন লেখক।
advertisement
5/6
দ্য অটোবায়োগ্রাফি অফ আ যোগী:এই বইয়ের লেখক যোগী পরমহংস যোগানন্দ। বইটি প্রকাশিত হয় ১৯৪৬ সালে। এটি আত্মজীবনী। চিন্তা ও দর্শন নিয়ে লেখা এই বই।
দ্য অটোবায়োগ্রাফি অফ আ যোগী: এই বইয়ের লেখক যোগী পরমহংস যোগানন্দ। বইটি প্রকাশিত হয় ১৯৪৬ সালে। এটি আত্মজীবনী। চিন্তা ও দর্শন নিয়ে লেখা এই বই।
advertisement
6/6
দেয়ার ইজ সামথিং ইন দ্য এয়ার: এই বইয়ের লেখক লোরেঞ্জো অ্যাঞ্জেলনি। ইতালি ও ভারতের ৭০ জন নাগরিকের সাফল্য, প্রতিযোগিতা, মানসিক মুক্তি নিয়ে এই বই।
দেয়ার ইজ সামথিং ইন দ্য এয়ার: এই বইয়ের লেখক লোরেঞ্জো অ্যাঞ্জেলনি। ইতালি ও ভারতের ৭০ জন নাগরিকের সাফল্য, প্রতিযোগিতা, মানসিক মুক্তি নিয়ে এই বই।
advertisement
advertisement
advertisement