1/ 5


বহু তরজা ও জল্পনা শেষে সামনে এল বিরাট বাহিনীর কমলা জার্সি ৷ মেন ইন ব্লু বিশ্বকাপে এক ম্যাচের জন্য মেন ইন অরেঞ্জ। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে কমলা জার্সিতে নামবেন বিরাটরা। গাঢ় নীল, হালকা নীল পেরিয়ে কমলার ছটা।
3/ 5


এটাই এবার বিরাটদের অ্যাওয়ে জার্সি। নিজেদের সোশাল মিডিয়ায় ছবি পোস্ট পন্থ, রাহুল, হার্দিকদের। আর সব শেষে মাহি ভাইকে নিয়ে কমলা জার্সিতে ছবি পোস্ট বিরাট কোহলির।
4/ 5


বিরাটদের কমলা জার্সি সামনে আসার আগেই সেটা নিয়ে রাজনীতি হয়েছে একপ্রস্ত। এবার সরকারিভাবে ইংল্যান্ড ম্যাচের জার্সি সামনে আনল বোর্ড। পিঠের দিকে কমলা। গাঢ় নীলের মাঝে কমলার ছোঁয়া স্লিভে। রবিবার এজবাস্টনে এই জার্সিতেই খেলবে মেন ইন ব্লু