Virat Kohli: বিরাট রহস্য ফাঁস! কোহলির জীবনের এত বড় গোপন কথা আগে ফাঁস হয়নি, হঠাৎ তোলপাড় পড়ে গেল
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Suman Biswas
Last Updated:
Virat Kohli: সপরু জানিয়েছেন যে, ভারতীয় প্রাক্তন অধিনায়ক তাঁকে বলেছিলেন যে, বহু সময় আগেই স্বাদ উপভোগ করার জন্য খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি।
মুম্বই: ক্রিকেট দুনিয়ার বড় তারকা বিরাট কোহলি। সেটা আলাদা করে আর বলে দিতে হয় না। বাইশ গজের দুনিয়ায় তাঁর ডেডিকেশন সত্যিই প্রশংসনীয়! শুধু তা-ই নয়, ফিটনেস রুটিনও কড়া ভাবে পালন করেন বিরাট। আর সেই বিষয়টাই তুলে ধরলেন স্পোর্টস ব্রডকাস্টার যতীন সপরু। সম্প্রতি দ্য রণবীর শো পডকাস্টে বিরাট কোহলির ডায়েট সংক্রান্ত তথ্য তুলে ধরলেন তিনি।
advertisement
সপরুর দাবি, স্বাদের তুলনায় বিরাটের ডায়েটে পুষ্টিগুণের উপর জোর দেওয়া হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর একটি মরশুমে বিরাট কোহলির ডায়েটে ছিল শুধুমাত্র বেকড চিকেন এবং স্টিমড ভেজিটেবলস। সপরু জানিয়েছেন যে, ভারতীয় প্রাক্তন অধিনায়ক তাঁকে বলেছিলেন যে, বহু সময় আগেই স্বাদ উপভোগ করার জন্য খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








