বাবা হলেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা। সদ্যোজাত সন্তানের সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি।
2/ 6
চলতি বছর মাদার্স ডে-তে জাম্পার স্ত্রী হাইতি জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন।
3/ 6
২০২২ আইপিএলে জাম্পা খেলেননি। তবে আগের বছর তিনি আরসিবিতে খেলেছেন। সেবার আরসিবি তাঁকে দলে নেওয়ায় কোহলি ফোন করে জাম্পাকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
4/ 6
একটা সময় অনেকে ভেবেছিলেন, অ্যাডাম জাম্পা সমকামী। কারণ সেই সময় আরেক অজি ক্রিকেটার মার্কাস স্টয়নিসের সঙ্গে তাঁর একটি অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছিল।
5/ 6
২০২১ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে যথাসম্ভব সহায়তা করেছিলেন জাম্পা। তাঁর স্পিন বোলিং খেলতে হিমশিম খেয়েছিলেন অনেক তাবড় ব্যাটার।
6/ 6
৩০ বছর বয়সী জাম্পা অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৬৭টি ওডিআই এবং ৬২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। ওয়ানডেতে ১০৩টি উইকেট এবং টি-টোয়েন্টিতে ৭১ উইকেট নিয়েছেন।