'প্রচুর রান করলেও, নেতা হিসেবে তুমি এখনও ব্যর্থ,' বিরাটের কড়া সমালোচনা করলেন গৌতম গম্ভীর
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
অধিনায়ক বিরাট কোহলির সমালোচনায় সরব হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর৷ বিরাটের সমালোচনা করতে গিয়ে প্রাক্তন তারকা ব্রায়ান লারা ও জ্যাক কালিসের প্রসঙ্গও টানলেন তিনি৷
advertisement
advertisement
advertisement
advertisement
উদাহরণ হিসেবে ২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার, ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে পাকিস্তানের কাছে হারের প্রসঙ্গ টেনেছেন গম্ভীর৷ গম্ভীরের বক্তব্য, 'একজন ভালো প্লেয়ার থেকে খুব ভালো প্লেয়ার হতে গেলে, কঠিন ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে কী রকম পারফর্ম্যান্স, সেটা নজর রাখতে হবে৷'
advertisement
'আমার মনে হয়, অন্যান্য টিমের মতো আমরা চাপ হ্যান্ডল করতে পারছি না৷ ফাইনাল বা সেমিফাইনাল ম্যাচগুলির দিকে তাকালে দেখা যাচ্ছে, তুমি লিগ স্তরে দুর্দান্ত খেলছো৷ কিন্তু সেমি-ফাইনাল বা নক-আউট পর্যায়ে পারছো না৷ আমরা হয়তো বলব, সব পেয়ে গিয়েছে৷ আমাদের বিশ্বজয়ী হওয়ার ক্ষমতা রয়েছে৷ কিন্তু যতক্ষণ না মাঠে তুমি কিছু প্রমাণ করতে পারছো, ততক্ষণ তুমি বিশ্বজয়ীদের তালিকায় নেই,' বললেন গম্ভীর৷