আড়াই কোটির গাড়িতে এলেন 'বিরাট ভাইয়া'! লাঞ্চে 'কড়ি চাওল', দিল্লির প্র্যাকটিসে কোহলি

Last Updated:
Virat Kohli- এদিন বিরাট কোহলির সঙ্গে দেখা হল তাঁর ছোটবেলার বন্ধু শাওয়েজ খানের সঙ্গে। দুজনেই দুজনকে জড়িয়ে ধরলেন।
1/6
জীবন এগিয়ে গিয়েছে অনেকটা দূর। তিনি এখন অনেকেরই ধরা ছোঁয়ার বাইরে! তবে এদিন ঘণ্টা তিনেকের জন্য বিরাট কোহলি যেন হয়ে উঠলেন বিরাট ভাইয়া! দিল্লির প্র্যাকটিসে হঠাৎ করেই যেন বিরাট কোহলি তাঁর পুরনো বন্ধুদের হাতের নাগালে চলে এলেন!
জীবন এগিয়ে গিয়েছে অনেকটা দূর। তিনি এখন অনেকেরই ধরা ছোঁয়ার বাইরে! তবে এদিন ঘণ্টা তিনেকের জন্য বিরাট কোহলি যেন হয়ে উঠলেন বিরাট ভাইয়া! দিল্লির প্র্যাকটিসে হঠাৎ করেই যেন বিরাট কোহলি তাঁর পুরনো বন্ধুদের হাতের নাগালে চলে এলেন!
advertisement
2/6
১৩ বছর পর বিরাট কোহলি খেলবেন রনজি ট্রফিতে। দিল্রির জার্সিতে দেখা যাবে তাঁকে। আর তাই এদিন দিল্লির প্র্যাকটিসে গেলেন তিনি। কোহলি প্রায় ৩ ঘণ্টা কাটালেন সতীর্থদের সঙ্গে। তাঁকে এত কাছ থেকে দেখে সবাই যেন মন্ত্রমুগ্ধ!
১৩ বছর পর বিরাট কোহলি খেলবেন রনজি ট্রফিতে। দিল্রির জার্সিতে দেখা যাবে তাঁকে। আর তাই এদিন দিল্লির প্র্যাকটিসে গেলেন তিনি। কোহলি প্রায় ৩ ঘণ্টা কাটালেন সতীর্থদের সঙ্গে। তাঁকে এত কাছ থেকে দেখে সবাই যেন মন্ত্রমুগ্ধ!
advertisement
3/6
আড়াই কোটি টাকার পোর্শে চেলে এলেন কোহলি। তার পর লাঞ্চে পুরনো বন্ধুদের সঙ্গে বসে খেলেন কড়ি চাওল। কোহলির জন্য ছোলে-বাটুরেরর আয়োজন ছিল। তবে তিনি তা খাবেন না বলে জানিয়ে দেন।
আড়াই কোটি টাকার পোর্শে চেলে এলেন কোহলি। তার পর লাঞ্চে পুরনো বন্ধুদের সঙ্গে বসে খেলেন কড়ি চাওল। কোহলির জন্য ছোলে-বাটুরেরর আয়োজন ছিল। তবে তিনি তা খাবেন না বলে জানিয়ে দেন।
advertisement
4/6
এদিন কোহলির সঙ্গে দেখা হল তাঁর ছোটবেলার বন্ধু শাওয়েজ খানের সঙ্গে। দুজনেই দুজনকে জড়িয়ে ধরলেন। এরই মধ্যে শাওয়েজের ছেলে কবীর এসে কোহলিকে জিজ্ঞেস করে, ভারতের হয়ে খেলার জন্য কী করতে হবে! কোহলি বলেন, প্র্যাকটিসে ফাঁকি দেওয়া যাবে না। বাবাকে যেন বলতে না হয় তোমাকে প্র্যাকটিসে যাওয়ার কথা! তুমি বাবাকে বলবে, আমি প্র্যাকটিসে যেতে চাই। অনেক পরিশ্রম করতে হবে।
এদিন কোহলির সঙ্গে দেখা হল তাঁর ছোটবেলার বন্ধু শাওয়েজ খানের সঙ্গে। দুজনেই দুজনকে জড়িয়ে ধরলেন। এরই মধ্যে শাওয়েজের ছেলে কবীর এসে কোহলিকে জিজ্ঞেস করে, ভারতের হয়ে খেলার জন্য কী করতে হবে! কোহলি বলেন, প্র্যাকটিসে ফাঁকি দেওয়া যাবে না। বাবাকে যেন বলতে না হয় তোমাকে প্র্যাকটিসে যাওয়ার কথা! তুমি বাবাকে বলবে, আমি প্র্যাকটিসে যেতে চাই। অনেক পরিশ্রম করতে হবে।
advertisement
5/6
কোহলি যখন অরুণ জেটলি স্টেডিয়ামে এলেন তখন ফুটবল খেলা চলছিল। কোহলি প্রথম ৩০ মিনিট ফুটবল খেললেন। তার পর ড্রেসিংরুমে যান। প্রথমে নেটে ঢুকে থ্রো ডাউন প্র্যাকটিস করেন। তার পর খেলেন স্পিনারদের। ২টি বড় শট খেলেন কোহলি, আর তখনই গোটা স্টেডিয়াম হাততালিতে ফেটে পড়ে।
কোহলি যখন অরুণ জেটলি স্টেডিয়ামে এলেন তখন ফুটবল খেলা চলছিল। কোহলি প্রথম ৩০ মিনিট ফুটবল খেললেন। তার পর ড্রেসিংরুমে যান। প্রথমে নেটে ঢুকে থ্রো ডাউন প্র্যাকটিস করেন। তার পর খেলেন স্পিনারদের। ২টি বড় শট খেলেন কোহলি, আর তখনই গোটা স্টেডিয়াম হাততালিতে ফেটে পড়ে।
advertisement
6/6
কোহলির আগে এদিন দিল্লির ক্যাপ্টেন আয়ূশ বাদোনি ব্যাট করছিলেন। কোহলির জন্য জায়গা ছেড়ে দিতে চান তিনি। তবে কোহলিকে তাঁকে বলেন, তুমি ব্যাট করে নাও। তার পর আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যাট করে নেব।
কোহলির আগে এদিন দিল্লির ক্যাপ্টেন আয়ূশ বাদোনি ব্যাট করছিলেন। কোহলির জন্য জায়গা ছেড়ে দিতে চান তিনি। তবে কোহলিকে তাঁকে বলেন, তুমি ব্যাট করে নাও। তার পর আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যাট করে নেব।
advertisement
advertisement
advertisement