Virat-Anushka: ভারতে আর থাকবেন না বিরাট-অনুষ্কা! 'পাকা খবর' দিলেন মাধুরী দীক্ষিতের স্বামী! কারণটা কী?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
অনুষ্কা এবং বিরাটের ভারত ছাড়ার কারণ জানালেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক শ্রীরাম নেনে। এক পডকাস্টে অভিনেত্রীর স্বামী জানান, ভারত ছেড়ে দেওয়ার কারণ তাঁকে নিজেই জানিয়েছিলেন অনুষ্কা।
advertisement
advertisement
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছেলে অকায় জন্মের পর ঘনঘন তাঁদের লন্ডনে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়েছে। অনেকে ধরেই নিয়েছেন, কোহলি ও তাঁর স্ত্রী, সন্তান লন্ডনেই পাকাপাকি থাকতে শুরু করবেন এবার থেকে। এবার ডা. নেনে বলেন, ‘ওঁর (বিরাট কোহলি) প্রতি আমার অগাধ শ্রদ্ধা। বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছে; ও নিপাট এক ভদ্রলোক।’
advertisement
ডা. নেনে আরও বলেন, ‘একদিন অনুষ্কার সঙ্গে কথা হচ্ছিল, যা বেশ চমকপ্রদ। ওরা (অনুষ্কা-বিরাট) লন্ডনে চলে যাওয়ার কথা চিন্তা করছে, কারণ এখানে তাঁরা তাঁদের সাফল্য উপভোগ করতে পারছে না। ওরা যা কিছুই করে না কেন আমরা তা উপলব্ধি করি, কারণ ওরা যা-ই করে তা-ই মনোযোগ আকর্ষণ করে। আমরা (তারকারা) প্রায়ই একা হয়ে পড়ি। অনুষ্কা ও বিরাট খুব ভাল মানুষ, এবং ওরা ওদের সন্তানদের স্বাভাবিকভাবে বড় করতে চায়।’
advertisement
ছেলে-মেয়েকে যাতে গ্ল্যামার দুনিয়া থেকে দূরে নিয়ে গিয়ে সাধারণভাবে মানুষ করতে পারেন, তাই জন্যই নাকি কোহলি ও অনুষ্কা এমন সিদ্ধান্ত নিয়েছেন। পাপারাৎজির আবদার, সেলফির ভিড় থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে চান তাঁরা। আর পাঁচজনের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠুক তাদের দুই সন্তান ভামিকা ও অকায়- এমনটাই চান বিরুষ্কা
advertisement