Vijay Mallya on Virat Kohli: ১৮ বছর আগে তাঁর এক সিদ্ধান্তই ছিল RCB-এর মাস্টারস্ট্রোক! বিরাট কোহলি নিয়ে বিজয় মালিয়া বললেন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Vijay Mallya on Virat Kohli: বিজয় মালিয়া জানিয়েছেন, ২০০৮ সালে কীভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কেড়ে নেওয়া বিরাট কোহলিকে RCB-র জন্য বেছে নিয়েছিলেন। ১৮ বছর পর সেই সিদ্ধান্তই এনে দিল দলকে প্রথম আইপিএল ট্রফির স্বাদ, বিস্তারিত জানুন...
advertisement
পডকাস্টে ইউটিউবার রাজ শামানির সঙ্গে কথা বলার সময় বিজয় মালিয়া জানান, তিনি একসঙ্গে তিনটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির জন্য বিড করেছিলেন এবং খুব সামান্য ব্যবধানে মুকেশ আম্বানির কাছে মুম্বই ইন্ডিয়ান্স হারিয়ে ফেলেন। পরে তিনি RCB কিনেছিলেন ১১২ মিলিয়ন মার্কিন ডলারে, যা ২০০৮ সালে ভারতীয় মুদ্রায় প্রায় ৬০০-৭০০ কোটি টাকা ছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিজয় মালিয়া আরও যোগ করেন, “খেলোয়াড় নির্বাচনের ঠিক আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চলছিল, এবং আমি বিরাট কোহলির খেলা দেখে মুগ্ধ হয়েছিলাম। সেই কারণেই ওকে দলে নিতে মরিয়া ছিলাম। এটা দারুণ বিষয় যে ১৮ বছর পরেও বিরাট কোহলি RCB দলের সঙ্গে রয়ে গিয়েছে। শুরুর দিনগুলিতে কোহলি একেবারে তরুণ ক্রিকেটার ছিল। কিন্তু ওর মধ্যে এনার্জির অভাব ছিল না৷ তবে ও শুরু থেকেই দুর্দান্ত ট্যালেন্ট এবং এখন ভারতের সেরা ক্রিকেটারদের একজন।”