VAR-আক্রান্ত বিশ্বকাপ! ৪৮টি গোল বাতিল, ৮টি পেনাল্টি, এ কেমন জ্বালাতন ফিফার!

Last Updated:
VAR: ভার নাকি ভাঁড়! বিশ্বকাপে VAR-এর দাদাগিরি চলছেই। বিরক্ত ফুটবলার, দর্শক সবাই।
1/6
গোল হওয়ার পর ফুটবলার সেলিব্রেট করতে শুরু করে দিচ্ছে। তার পর জানা যাচ্ছে, গোলই হয়নি। অফসাইড। কাতার বিশ্বকাপে নতুন উৎপাতের নাম VAR.
গোল হওয়ার পর ফুটবলার সেলিব্রেট করতে শুরু করে দিচ্ছে। তার পর জানা যাচ্ছে, গোলই হয়নি। অফসাইড। কাতার বিশ্বকাপে নতুন উৎপাতের নাম VAR.
advertisement
2/6
বিশ্বকাপে VAR-এর জ্বালাতনে সবাই অতিষ্ঠ। ফুটবলার, দর্শক সবাই। ভার-এর জেরে বাতিল হচ্ছে একের পর এক গোল। দেওয়া হচ্ছে পেনাল্টি।
বিশ্বকাপে VAR-এর জ্বালাতনে সবাই অতিষ্ঠ। ফুটবলার, দর্শক সবাই। ভার-এর জেরে বাতিল হচ্ছে একের পর এক গোল। দেওয়া হচ্ছে পেনাল্টি।
advertisement
3/6
এখনও পর্যন্ত বিশ্বকাপে ৪৮টি ম্যাচে মোট ১৭টি গোল বাতিল করেছে ভার প্রযুক্তি। দেওয়া হয়েছে ৮টি পেনাল্টি। ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে ভার।
এখনও পর্যন্ত বিশ্বকাপে ৪৮টি ম্যাচে মোট ১৭টি গোল বাতিল করেছে ভার প্রযুক্তি। দেওয়া হয়েছে ৮টি পেনাল্টি। ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে ভার।
advertisement
4/6
বেলজিয়ামের বিরুদ্ধে ক্রোয়েশিয়া যে পেনাল্টি পেয়েছিল সেটি আবার বাতিল করে দেয় ভার। মোট আটটি পেনাল্টির মধ্যে আবার পাঁচটি মিস করেছেন ফুটবলাররা।
বেলজিয়ামের বিরুদ্ধে ক্রোয়েশিয়া যে পেনাল্টি পেয়েছিল সেটি আবার বাতিল করে দেয় ভার। মোট আটটি পেনাল্টির মধ্যে আবার পাঁচটি মিস করেছেন ফুটবলাররা।
advertisement
5/6
ভার-এর সহায়তায় পোল্য়ান্ডের বিরুদ্ধে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। সেই পেনাল্টি আবার মিস করেন লিও মেসি।
ভার-এর সহায়তায় পোল্য়ান্ডের বিরুদ্ধে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। সেই পেনাল্টি আবার মিস করেন লিও মেসি।
advertisement
6/6
ভার-এর জন্য লাল কার্ডও দেখতে হয় ওয়েলসের গোলকিপার ওয়েন হেনসি। ইরানের মেহদি তারেমিকে বক্সের বাইকে ফাউল করেছিলেন তিনি। রেফারি প্রথমে তাঁকে হলুদ কার্ড দেখান। পরে ভার-এর সহায়তা নিয়ে তাঁকে লাল কার্ড দেখান রেফারি।
ভার-এর জন্য লাল কার্ডও দেখতে হয় ওয়েলসের গোলকিপার ওয়েন হেনসি। ইরানের মেহদি তারেমিকে বক্সের বাইকে ফাউল করেছিলেন তিনি। রেফারি প্রথমে তাঁকে হলুদ কার্ড দেখান। পরে ভার-এর সহায়তা নিয়ে তাঁকে লাল কার্ড দেখান রেফারি।
advertisement
advertisement
advertisement