ফের কবে মাঠে নামবেন বৈভব সূর্যবংশী! এবার বিশ্বকাপের মঞ্চে ১৪ বছরের ভারতের 'ওয়ান্ডার বয়'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী বর্তমানে আলোচনার কেন্দ্রে। মাত্র ১৪ বছর বয়সেই তিনি তাঁর ব্যাটিং দক্ষতা দিয়ে বিশেষজ্ঞ ও সমর্থকদের নজর কেড়েছেন।
ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী বর্তমানে আলোচনার কেন্দ্রে। মাত্র ১৪ বছর বয়সেই তিনি তাঁর ব্যাটিং দক্ষতা দিয়ে বিশেষজ্ঞ ও সমর্থকদের নজর কেড়েছেন। যখনই তিনি মাঠে নামেন, তখনই তাঁর কাছ থেকে বিশেষ কিছু দেখার প্রত্যাশা তৈরি হয়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুব ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন।
advertisement
এই তরুণ ব্যাটসম্যানকে এবার দেখা যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এ। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই বৈভবের ওপর থাকবে বাড়তি চাপ ও প্রত্যাশা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচেই বড় ইনিংস খেলে তিনি বিশ্বমঞ্চে নিজের পরিচিতি আরও দৃঢ় করতে পারেন।
advertisement
advertisement
advertisement







