Vaibhav Suryavanshi: ৪১টি ছক্কা ও ২৯টি চার! ১৭০ বলে ৪০৯ রান! বৈভবের এই পরিসংখ্যানে হতবাক বিশ্ব
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: বৈভবের বিস্ফোরক পরিসংখ্যান তাকে আরও আলাদা করে তুলেছে। মাত্র ৯টি টি–২০ ম্যাচে তিনি খেলেছেন ১৭০ বল এবং করেছেন ৪০৯ রান।
advertisement
advertisement
ইউএই–এর বিরুদ্ধে প্রথম ম্যাচেই বৈভব সূর্যবংশী যে ঝড় তুলেছেন, তা বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়েছে। ওপেনিংয়ে নেমে তিনি মাত্র ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ১১টি চার ও ১৫টি ছক্কার সাহায্যে গড়া এই ইনিংস প্রতিপক্ষ বোলারদের অসহায় করে দেয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিজ্ঞ বোলারদের শাসন করার পর আন্তর্জাতিক মঞ্চেও তার একই আগ্রাসী ব্যাটিং দেখা যায়।
advertisement
বৈভবের বিস্ফোরক পরিসংখ্যান তাকে আরও আলাদা করে তুলেছে। মাত্র ৯টি টি–২০ ম্যাচে তিনি খেলেছেন ১৭০ বল এবং করেছেন ৪০৯ রান। স্ট্রাইক রেট ২৪০-এর বেশি, সঙ্গে রয়েছে দুটি সেঞ্চুরি। ৪১টি ছক্কা ও ২৯টি চার তার বিধ্বংসী ব্যাটিং সামর্থ্যের প্রমাণ। এত অল্প বয়সে এমন পরিণত ও ভয়ঙ্কর ইনিংস ক্রিকেট বিশ্লেষকদের নজর কেড়েছে।
advertisement
ইউএই–এর বিরুদ্ধে সেঞ্চুরি করতে গিয়ে বৈভব বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছেন। টি–২০ ফরম্যাটে দুটি সেঞ্চুরি করার ক্ষেত্রে তিনি এখন সবচেয়ে কম বয়সী ক্রিকেটার। ফ্রান্সের গুস্তাভ ম্যাককনের রেকর্ড ভেঙে মাত্র ১৪ বছর ২৩২ দিন বয়সেই তিনি ইতিহাস গড়েছেন। এই অর্জন তাকে বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
