Vaibhav Suryavanshi: ১২টি ছক্কা এবং ২৩টি চার! বৈভবের আরও এক নজির, সচিন-লক্ষ্মণ-কোহলিরদের পথে সূর্যবংশী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: ভারতের ক্রিকেট ইতিহাসে যখনই কোনো ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার মাঠে নিজেদের আধিপত্য দেখিয়েছেন, তখনই সেই নাম স্থান করে নিয়েছে ইতিহাসের পাতায়।
ভারতের ক্রিকেট ইতিহাসে যখনই কোনো ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার মাঠে নিজেদের আধিপত্য দেখিয়েছেন, তখনই সেই নাম স্থান করে নিয়েছে ইতিহাসের পাতায়। সচিন তেন্ডুলকর, ভি.ভি.এস. লক্ষ্মণ এবং বিরাট কোহলির মতো কিংবদন্তিরা বারবার প্রমাণ করেছেন যে কঠিন কন্ডিশনেও ভারতীয় ব্যাটসম্যানরা কতটা ভাল পারফর্ম করতে পারেন। এবার সেই পথেই যাত্রা শুরু করলেন মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী।
advertisement
বৈভব সূর্যবংশী বর্তমানে আন্ডার-১৯ দলের একজন উদীয়মান ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার পারফরম্যান্স ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। তিনটি মাল্টি-ডে ম্যাচে তিনি করেছেন ২২১ রান, গড় ৫৫.২৫। তার ব্যাট থেকে এসেছে ১২টি ছক্কা এবং ২৩টি চার। ইংল্যান্ডের বিরুদ্ধে যেখানে তার গড় মাত্র ২২.৫০, সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই তিনি হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য।
advertisement
এই সফরে আগের ইউথ টেস্টে ৮৬ বলে ১১৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার বোলারদের নাস্তানাবুদ করেন বৈভব। এর আগেও ভারতে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে একটি শতরান করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার মোট দুটি শতরানই প্রমাণ করে যে এই প্রতিপক্ষের বিরুদ্ধে তার মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস কতটা দৃঢ়।
advertisement
ভবিষ্যতের সম্ভাব্য বড় তারকা হিসেবে বৈভবকে ইতিমধ্যেই অনেকে তুলনা করছেন লক্ষ্মণ বা বিরাটের সঙ্গে। লক্ষ্মণ যেমন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত রেকর্ড গড়েছিলেন, তেমনি বৈভবের রেকর্ডও বলছে – এই ছেলেটির ভবিষ্যৎ উজ্জ্বল। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে পা না রাখলেও তার খেলা ইতিমধ্যেই ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।
advertisement
advertisement