Vaibhav Suryavanshi: টিম ইন্ডিয়ায় কি জায়গা হবে? আইসিসি কি নিয়ম ভাঙবে? বৈভব সূর্যবংশীর খেলা এখন ঝুলে আছে নিয়মের বেড়াজালে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সাম্প্রতিক খেলায় বৈভব সূর্যবংশী ১০১ রান করেছেন মাত্র ৩৫ বলে, ১১টা ৬, ৭টা ৪ আর ৭টা সিঙ্গলের হিসেবে! সবাই এবার তাঁকে দেখতে চাইছেন টিম ইন্ডিয়ার জার্সিতে।
আইপিএল মানেই চমক ৷ এ কথা এক দিকে যেমন সমালোচকরা বলে থাকেন, তেমনই ভক্তরাও অন্য দিকে মনে এবং প্রাণে তা বিশ্বাস করে থাকেন। আইপিএল খেলার জনপ্রিয়তাই তার প্রমাণ দিয়ে দেয়। পছন্দের দল জিতলে পাড়ায় পাড়ায় যে উচ্ছ্বাস হয়, তা বিশ্বকাপ জেতার মতোই প্রায়! তবে, আইপিএল-এর চলতি মরশুমের চমকের কথা উঠলে এক ১৪ বছরের ছেলের নামই বার বার সবার মাথায় ঘোরাফেরা করবে। Photo: AP
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অন্য দিকে, এটাও লক্ষ্যণীয় যে আইসিসির এই নিয়মগুলিতে এমন একটি বিধান রয়েছে যার কারণে বৈভব সূর্যবংশী ১৪ বছর বয়সেও খেলতে পারবেন। অর্থাৎ তিনি টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করতে পারবেন। আসলে, যদি আইসিসি মনে করে যে খেলোয়াড়ের খেলার অভিজ্ঞতা, মানসিক বিকাশ এবং স্বাস্থ্য আন্তর্জাতিক ক্রিকেটের চাহিদা মেটাতে সক্ষম, তাহলে তারা ১৫ বছরের কম বয়সেও সেই খেলোয়াড়কে জাতীয় দলের হয়ে খেলার অনুমতি দিতে পারে। Photo: AP
advertisement
বলে রাখা ভাল, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ অভিষেকের রেকর্ডটি রয়েছে পাকিস্তানি ব্যাটসম্যান হাসান রাজার নামে। হাসান রাজা ১৪ বছর ২২৭ দিন বয়সে টেস্ট খেলেন। এই রেকর্ড এখনও অক্ষুণ্ণ। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ডটি রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে। সচিন তাঁর প্রথম টেস্ট ম্যাচ খেলেন ১৬ বছর ২০৫ দিন বয়সে। Photo: AP