ঋষভ পন্থ পাত্তা দেননি! সেই উর্বশী রউতেলার এবার বিয়ে! তাও পাকিস্তানির সঙ্গে!

Last Updated:
Urvashi Rautela gets Marriage Proposal From Pakistani Cricketer Naseem Shah: বলিউডের সুন্দরী কি শেষমেশ পাকিস্তানি ক্রিকেটারকে বিয়ে করবেন!
1/6
বলিউডে কাজ করেছেন। আবার দক্ষিণের সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। তবুও সিনেমার পর্দার বাইরের জীবন নিয়ে উর্বশী রউতেলা বেশি চর্চায় থাকেন। এবার আলোচনা জমেছে তাঁর বিয়ে নিয়ে। তাও পাক পেসারের সঙ্গে!
বলিউডে কাজ করেছেন। আবার দক্ষিণের সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। তবুও সিনেমার পর্দার বাইরের জীবন নিয়ে উর্বশী রউতেলা বেশি চর্চায় থাকেন। এবার আলোচনা জমেছে তাঁর বিয়ে নিয়ে। তাও পাক পেসারের সঙ্গে!
advertisement
2/6
পাকিস্তানের পেসার নাসির শাহ নাকি পরোক্ষভাবে উর্বশীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
পাকিস্তানের পেসার নাসির শাহ নাকি পরোক্ষভাবে উর্বশীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
advertisement
3/6
এক সাংবাদিক নাসির শাহের সঙ্গে কথা বলার সময় উর্বশীর প্রসঙ্গ তোলেন। নাসির তখন বলেন, আমি যা বলব আপনারা ভাইরাল করে দেবেন। পাত্রী প্রস্তুত থাকলে বিয়ে করে নেব না হয়। এটা বলেই তিনি হাসতে থাকেন।
এক সাংবাদিক নাসির শাহের সঙ্গে কথা বলার সময় উর্বশীর প্রসঙ্গ তোলেন। নাসির তখন বলেন, আমি যা বলব আপনারা ভাইরাল করে দেবেন। পাত্রী প্রস্তুত থাকলে বিয়ে করে নেব না হয়। এটা বলেই তিনি হাসতে থাকেন।
advertisement
4/6
নাসির অবশ্য একবারও উর্বশীর নাম নেননি। তবে তিনি যে বলিউড নায়িকার রূপের মোহে রয়েছেন সেটা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন।
নাসির অবশ্য একবারও উর্বশীর নাম নেননি। তবে তিনি যে বলিউড নায়িকার রূপের মোহে রয়েছেন সেটা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন।
advertisement
5/6
২০২২ এশিয়া কাপের সময় উর্বশী রউতেলা পাক পেসার নাসিরের সঙ্গে রিল শেয়ার করেছিলেন। তার পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন।
২০২২ এশিয়া কাপের সময় উর্বশী রউতেলা পাক পেসার নাসিরের সঙ্গে রিল শেয়ার করেছিলেন। তার পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন।
advertisement
6/6
নাসির শাহকে সেই রিল নিয়ে প্রশ্ন করে হলে তিনি বলেছিলেন, উর্বশী নামের কোনও অভিনেত্রীকে তিনি চেনেন না। পরে শোনা যায়, উর্বশী ও নাসির পরস্পরকে ডেট করছেন।
নাসির শাহকে সেই রিল নিয়ে প্রশ্ন করে হলে তিনি বলেছিলেন, উর্বশী নামের কোনও অভিনেত্রীকে তিনি চেনেন না। পরে শোনা যায়, উর্বশী ও নাসির পরস্পরকে ডেট করছেন।
advertisement
advertisement
advertisement