Euro 2024 Germany vs Scotland: ইউরোর প্রথম ম্যাচেই ভয়ঙ্কর জার্মানি, স্কটল্যান্ডকে ৫ গোলের মালা পরাল আয়োজকরা

Last Updated:
UEFA Euro 2024 Germany vs Scotland:ঘরের মাঠে শুরুতেই ইউরোর কাপ জমিয়ে দিল জার্মানি। গত দুই বিশ্বকাপ ও ইউরো কাপের ব্যর্থতা ভুলে সেই পুরনো পাওয়ার হাউস জার্মানির দেখা মিলল ইউরো ২০২৪-এর উদ্বোধনী ম্যাচেই।
1/5
ঘরের মাঠে শুরুতেই ইউরোর কাপ জমিয়ে দিল জার্মানি। গত দুই বিশ্বকাপ ও ইউরো কাপের ব্যর্থতা ভুলে সেই পুরনো পাওয়ার হাউস জার্মানির দেখা মিলল ইউরো ২০২৪-এর উদ্বোধনী ম্যাচেই। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
ঘরের মাঠে শুরুতেই ইউরোর কাপ জমিয়ে দিল জার্মানি। গত দুই বিশ্বকাপ ও ইউরো কাপের ব্যর্থতা ভুলে সেই পুরনো পাওয়ার হাউস জার্মানির দেখা মিলল ইউরো ২০২৪-এর উদ্বোধনী ম্যাচেই। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
advertisement
2/5
প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ডকে দাঁড়াতেই দিল না জুলিয়ান নেগলসম্যানের ছেলেরা। মিউনিখে স্কটল্যান্ডকে ৫ গোলের মালা পরিয়ে এবারের ইউরোতে স্বপ্নের শুরু করল ৩ বারের উইরো চ্যাম্পিয়নরা। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ডকে দাঁড়াতেই দিল না জুলিয়ান নেগলসম্যানের ছেলেরা। মিউনিখে স্কটল্যান্ডকে ৫ গোলের মালা পরিয়ে এবারের ইউরোতে স্বপ্নের শুরু করল ৩ বারের উইরো চ্যাম্পিয়নরা। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
advertisement
3/5
ম্যাচের ১০ মিনিটে প্রথম গোল করেন ফ্লোরিয়ান রিটজ, ১৯ মিনিটে জার্মানির ব্যবধান বাড়ান জামাল মুসিয়ালা, ম্যাচের প্রথমার্ঝের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল কর ৩-০ করেন কাইল হাভার্টজ। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
ম্যাচের ১০ মিনিটে প্রথম গোল করেন ফ্লোরিয়ান রিটজ, ১৯ মিনিটে জার্মানির ব্যবধান বাড়ান জামাল মুসিয়ালা, ম্যাচের প্রথমার্ঝের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল কর ৩-০ করেন কাইল হাভার্টজ। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
advertisement
4/5
ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জার্মানি। ৬৮ মিনিটে গোল করেন নিকলাস ফুলকার্গ। এছাড়া ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমে জার্মানির পঞ্চম গোল করেন এমরে ক্যান। স্কটল্যান্ডের একটি গোলও জার্মানির করা আত্মঘাতী গোল। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জার্মানি। ৬৮ মিনিটে গোল করেন নিকলাস ফুলকার্গ। এছাড়া ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমে জার্মানির পঞ্চম গোল করেন এমরে ক্যান। স্কটল্যান্ডের একটি গোলও জার্মানির করা আত্মঘাতী গোল। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
advertisement
5/5
ঘরের মাঠে চতুর্থ ইউরো জয়ের লক্ষ্যে নেমেছে জার্মানি। প্রথম ম্যাচেই যেভাবে শুরু করল নেগেলসম্যানের ছেলেরা তাতে এই ফর্ম জার্মানি ধরে রাখতে পারলে দুঃখ রয়েছে অনেক তাবড় তাবড় দলের। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
ঘরের মাঠে চতুর্থ ইউরো জয়ের লক্ষ্যে নেমেছে জার্মানি। প্রথম ম্যাচেই যেভাবে শুরু করল নেগেলসম্যানের ছেলেরা তাতে এই ফর্ম জার্মানি ধরে রাখতে পারলে দুঃখ রয়েছে অনেক তাবড় তাবড় দলের। (Photo Courtesy- UEFA EURO 2024 X)
advertisement
advertisement
advertisement