Tulika Mann: বাবা খুন হয়েছিলেন তাঁর ছোটবেলায়, সেই মেয়ে কমনওয়েলথে দেশকে জেতালেন পদক

Last Updated:
Tulika Mann: তুলিকা মানের বয়স যখন ১৪ বছর, তখন তাঁর বাবা খুন হন। সেই মেয়ে দেশের নাম উজ্জ্বল করলেন।
1/6
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে জুডোয় অল্পের জন্য সোনা হাতছাড়া করলেন ভারতের তুলিকা মান। তবে এদিন রুপো পেয়েও তিনি নতুন ইতিহাস লিখলেন।
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে জুডোয় অল্পের জন্য সোনা হাতছাড়া করলেন ভারতের তুলিকা মান। তবে এদিন রুপো পেয়েও তিনি নতুন ইতিহাস লিখলেন।
advertisement
2/6
খেলা শেষ হওয়ার এক মিনিট আগে পর্যন্ত অ্যাডভান্টেজে ছিলেন তুলিকা। তবে শেষে স্কটল্যান্ডের সারা অ্যাডলিঙ্কটন একটি ইপ্পন মুভ-এ সোনা জিতে নেন।
খেলা শেষ হওয়ার এক মিনিট আগে পর্যন্ত অ্যাডভান্টেজে ছিলেন তুলিকা। তবে শেষে স্কটল্যান্ডের সারা অ্যাডলিঙ্কটন একটি ইপ্পন মুভ-এ সোনা জিতে নেন।
advertisement
3/6
৭৮+ কেজি বিভাগে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল তুলিকাকে। স্কটল্যান্ডের সারা অ্যাডলিঙ্কটন বিশ্বের অন্যতম সেরা জুডোকার।
৭৮+ কেজি বিভাগে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল তুলিকাকে। স্কটল্যান্ডের সারা অ্যাডলিঙ্কটন বিশ্বের অন্যতম সেরা জুডোকার।
advertisement
4/6
তুলিকা যখন ১৪ বছরের, তখনই তাঁর বাবা সতবীর মান খুন হন। তার পর থেকে তুলিকার পরিবারের লড়াই শুরু হয়। জানা যায়, সতবীর মান খুন হয়েছিলেন ব্যবসায়িক রেষারেষির জেরে।
তুলিকা যখন ১৪ বছরের, তখনই তাঁর বাবা সতবীর মান খুন হন। তার পর থেকে তুলিকার পরিবারের লড়াই শুরু হয়। জানা যায়, সতবীর মান খুন হয়েছিলেন ব্যবসায়িক রেষারেষির জেরে।
advertisement
5/6
মা অমৃতা সিং অনেক কষ্ট করে মেয়ে তুলিকাকে বড় করেছেন। সেই তুলিকা দেশের নাম উজ্জ্বল করলেন বিদেশের মাটিতে।
মা অমৃতা সিং অনেক কষ্ট করে মেয়ে তুলিকাকে বড় করেছেন। সেই তুলিকা দেশের নাম উজ্জ্বল করলেন বিদেশের মাটিতে।
advertisement
6/6
মা অমৃতা সিং অনেক কষ্ট করে মেয়ে তুলিকাকে বড় করেছেন। সেই তুলিকা দেশের নাম উজ্জ্বল করলেন বিদেশের মাটিতে।
মা অমৃতা সিং অনেক কষ্ট করে মেয়ে তুলিকাকে বড় করেছেন। সেই তুলিকা দেশের নাম উজ্জ্বল করলেন বিদেশের মাটিতে।
advertisement
advertisement
advertisement