বার্মিংহাম কমনওয়েলথ গেমসে জুডোয় অল্পের জন্য সোনা হাতছাড়া করলেন ভারতের তুলিকা মান। তবে এদিন রুপো পেয়েও তিনি নতুন ইতিহাস লিখলেন।
2/ 6
খেলা শেষ হওয়ার এক মিনিট আগে পর্যন্ত অ্যাডভান্টেজে ছিলেন তুলিকা। তবে শেষে স্কটল্যান্ডের সারা অ্যাডলিঙ্কটন একটি ইপ্পন মুভ-এ সোনা জিতে নেন।
3/ 6
৭৮+ কেজি বিভাগে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল তুলিকাকে। স্কটল্যান্ডের সারা অ্যাডলিঙ্কটন বিশ্বের অন্যতম সেরা জুডোকার।
4/ 6
তুলিকা যখন ১৪ বছরের, তখনই তাঁর বাবা সতবীর মান খুন হন। তার পর থেকে তুলিকার পরিবারের লড়াই শুরু হয়। জানা যায়, সতবীর মান খুন হয়েছিলেন ব্যবসায়িক রেষারেষির জেরে।
5/ 6
মা অমৃতা সিং অনেক কষ্ট করে মেয়ে তুলিকাকে বড় করেছেন। সেই তুলিকা দেশের নাম উজ্জ্বল করলেন বিদেশের মাটিতে।
6/ 6
মা অমৃতা সিং অনেক কষ্ট করে মেয়ে তুলিকাকে বড় করেছেন। সেই তুলিকা দেশের নাম উজ্জ্বল করলেন বিদেশের মাটিতে।