Gossip: দেবশ্রী রায়ের সঙ্গে প্রেম! তারকা ক্রিকেটারের সংসার ভেঙে যায়, তছনছ হয় জীবন!

Last Updated:
Gossip News- একটা সময় সন্দীপের ডাক আসে বলিউড থেকে। ‘কভি আজনবি থে’ ছবিতে তাঁকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হয়ে যান। পুনম ঢিলোঁ এবং দেবশ্রী রায়, এই দুই নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।
1/6
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। তবে দেবশ্রী রায়ের পুরনো একটি প্রেমের কথা হয়তো অনেকেরই অজানা। এক ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে অনেকটাই এগিয়েছিলেন দেবশ্রী রায়। তবে সেই সম্পর্ক শেষমেশ পরিণতি পায়নি বলেই জানা যায়।
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। তবে দেবশ্রী রায়ের পুরনো একটি প্রেমের কথা হয়তো অনেকেরই অজানা। এক ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে অনেকটাই এগিয়েছিলেন দেবশ্রী রায়। তবে সেই সম্পর্ক শেষমেশ পরিণতি পায়নি বলেই জানা যায়।
advertisement
2/6
একসময়ের জনপ্রিয় ক্রিকেটার সন্দীপ পাটিলের সঙ্গে দেবশ্রী রায়ের সম্পর্কের ব্যাপারে আজ আমরা বলব। সন্দীপের বাবা মধুসূদন পাটিল ছিলেন প্রাক্তন ক্রিকেটার। তাঁর ছেলে হয়ে তিনিও প্রথম প্রেম হিসেবে বেছে নিয়েছিলেন ক্রিকেটকে। সন্দীপ প্রথম রনজি ম্যাচ খেলেন ১৯৭৫-’৭৬ মরশুমে। তার পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।
c
advertisement
3/6
১৯৮০ সালে জাতীয় দলের জার্সিতে প্রথম খেলার সুযোগ পান সন্দীপ। ১৯৮৩ সালের বিশ্বকাপ দলে ছিলেন তিনি। সেই জয়ের পরে সন্দীপ যেন ক্রিকেটের বাইরেও কিছু একটা করতে চেয়েছিলেন। তবে ব্যক্তিগত জীবনে স্টেপ আইট করে খেলতে গিয়ে সমস্যায় পড়েন সন্দীপ। একটি সিনেমায় অভিনয় করার সময় দেবশ্রীর সঙ্গে তাঁর আলাপ।
১৯৮০ সালে জাতীয় দলের জার্সিতে প্রথম খেলার সুযোগ পান সন্দীপ। ১৯৮৩ সালের বিশ্বকাপ দলে ছিলেন তিনি। সেই জয়ের পরে সন্দীপ যেন ক্রিকেটের বাইরেও কিছু একটা করতে চেয়েছিলেন। তবে ব্যক্তিগত জীবনে স্টেপ আইট করে খেলতে গিয়ে সমস্যায় পড়েন সন্দীপ। একটি সিনেমায় অভিনয় করার সময় দেবশ্রীর সঙ্গে তাঁর আলাপ।
advertisement
4/6
একটা সময় সন্দীপের ডাক আসে বলিউড থেকে। ‘কভি আজনবি থে’ ছবিতে তাঁকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হয়ে যান। পুনম ঢিলোঁ এবং দেবশ্রী রায়, এই দুই নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। শোনা যায়, তখনই দেবশ্রীর সঙ্গে তাঁর আলাপ ও যোগাযোগ বাড়তে থাকে। তার পর সেই সম্পর্ক এগোতে থাকে সময়ের নিয়মে।
একটা সময় সন্দীপের ডাক আসে বলিউড থেকে। ‘কভি আজনবি থে’ ছবিতে তাঁকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হয়ে যান। পুনম ঢিলোঁ এবং দেবশ্রী রায়, এই দুই নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। শোনা যায়, তখনই দেবশ্রীর সঙ্গে তাঁর আলাপ ও যোগাযোগ বাড়তে থাকে। তার পর সেই সম্পর্ক এগোতে থাকে সময়ের নিয়মে।
advertisement
5/6
সেই সিনেমায় ক্রিকেটার সৈয়দ কিরমানি ছবিতে ছিলেন খলনায়কের ভূমিকায়। দুই নামজাদা ক্রিকেটার থাকা সত্ত্বেও সেই সিনেমা বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি। সেই ছবির জন্যই নাকি দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি সন্দীপ। তিনি চোটের অজুহাত দেখিয়ে সরে দাঁড়ান।
সেই সিনেমায় ক্রিকেটার সৈয়দ কিরমানি ছবিতে ছিলেন খলনায়কের ভূমিকায়। দুই নামজাদা ক্রিকেটার থাকা সত্ত্বেও সেই সিনেমা বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি। সেই ছবির জন্যই নাকি দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি সন্দীপ। তিনি চোটের অজুহাত দেখিয়ে সরে দাঁড়ান।
advertisement
6/6
শােনা যায়, সেই সময় বিবাহিত সন্দীপ পাটিল বাঙালি অভিনেত্রী দেবশ্রী রায়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। এমনকী দেবশ্রীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্রিকেট সার্কিটে। আর তাতেই ছারখার হয় তাঁর দাম্পত্য জীবন। কেউ কখনও এই নিয়ে মুখ খোলেননি। কিছুদিন পর তাঁর এই সম্পর্ক থেকে দূরে সরে আসেন বলেও শোনা যায়। তবে দেবশ্রী বা সন্দীপ, কেউই কখনও এই নিয়ে কোনও কথা বলেননি।
শােনা যায়, সেই সময় বিবাহিত সন্দীপ পাটিল বাঙালি অভিনেত্রী দেবশ্রী রায়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। এমনকী দেবশ্রীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্রিকেট সার্কিটে। আর তাতেই ছারখার হয় তাঁর দাম্পত্য জীবন। কেউ কখনও এই নিয়ে মুখ খোলেননি। কিছুদিন পর তাঁর এই সম্পর্ক থেকে দূরে সরে আসেন বলেও শোনা যায়। তবে দেবশ্রী বা সন্দীপ, কেউই কখনও এই নিয়ে কোনও কথা বলেননি।
advertisement
advertisement
advertisement