Gossip: দেবশ্রী রায়ের সঙ্গে প্রেম! তারকা ক্রিকেটারের সংসার ভেঙে যায়, তছনছ হয় জীবন!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Gossip News- একটা সময় সন্দীপের ডাক আসে বলিউড থেকে। ‘কভি আজনবি থে’ ছবিতে তাঁকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হয়ে যান। পুনম ঢিলোঁ এবং দেবশ্রী রায়, এই দুই নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।
advertisement
advertisement
advertisement
একটা সময় সন্দীপের ডাক আসে বলিউড থেকে। ‘কভি আজনবি থে’ ছবিতে তাঁকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হয়ে যান। পুনম ঢিলোঁ এবং দেবশ্রী রায়, এই দুই নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। শোনা যায়, তখনই দেবশ্রীর সঙ্গে তাঁর আলাপ ও যোগাযোগ বাড়তে থাকে। তার পর সেই সম্পর্ক এগোতে থাকে সময়ের নিয়মে।
advertisement
advertisement
শােনা যায়, সেই সময় বিবাহিত সন্দীপ পাটিল বাঙালি অভিনেত্রী দেবশ্রী রায়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। এমনকী দেবশ্রীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্রিকেট সার্কিটে। আর তাতেই ছারখার হয় তাঁর দাম্পত্য জীবন। কেউ কখনও এই নিয়ে মুখ খোলেননি। কিছুদিন পর তাঁর এই সম্পর্ক থেকে দূরে সরে আসেন বলেও শোনা যায়। তবে দেবশ্রী বা সন্দীপ, কেউই কখনও এই নিয়ে কোনও কথা বলেননি।