দূরসম্পর্কের বোনকে বিয়ে! ভারতের ক্রিকেটারের ডিভোর্স, পাকিস্তানি ক্রিকেটার আছেন 'সুখে'!

Last Updated:
Virender Sehwag Divorce- ২১ বছর বয়সে শেহওয়াগ বিয়ের প্রস্তাব দেন আরতিকে। তবে দূর সম্পর্কের খুরতুতো ভাই-বোন হওয়ার কারণে প্রথমে দুই বাড়ির তরফে অমত ছিল বলেই জানা যায়।
1/6
 ক্রিকেটারদের ব্যক্তিগত সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তাঁদের ভক্তরা। ক্রিকেটারদের বিবাহিত জীবন নিয়েও সমর্থকদের কৌতুহলের শেষ নেই। তবে আপনি কি জানেন, এমন কিছু ক্রিকেটার রয়েছেন, যাঁরা নিজেদের দূরসম্পর্কের বোনকেই বিয়ে করেছেন!
ক্রিকেটারদের ব্যক্তিগত সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তাঁদের ভক্তরা। ক্রিকেটারদের বিবাহিত জীবন নিয়েও সমর্থকদের কৌতুহলের শেষ নেই। তবে আপনি কি জানেন, এমন কিছু ক্রিকেটার রয়েছেন, যাঁরা নিজেদের দূরসম্পর্কের বোনকেই বিয়ে করেছেন!
advertisement
2/6
 শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক  ২০ বছর বয়সে তাঁর মামার মেয়ে নাদিয়াকে বিয়ে করেন। প্রায় ২১ বছর ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা। ২২ অক্টোবর ২০০০ সালে নাদিয়াকে বিয়ে করেন শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদির মামার মেয়ে নাদিয়া।
শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ২০ বছর বয়সে তাঁর মামার মেয়ে নাদিয়াকে বিয়ে করেন। প্রায় ২১ বছর ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা। ২২ অক্টোবর ২০০০ সালে নাদিয়াকে বিয়ে করেন শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদির মামার মেয়ে নাদিয়া।
advertisement
3/6
শাহিদ এবং নাদিয়ার পাঁচ মেয়ে। আকসা, আনশা, আজওয়া, আসমারা এবং আরভা। আফ্রিদি ছাড়া ভারতের এক ক্রিকেটার রয়েছেন, তিনিও তাঁর দূরসম্পর্কের বোনকে বিয়ে করেছেন বলেই শোনা যায়।
শাহিদ এবং নাদিয়ার পাঁচ মেয়ে। আকসা, আনশা, আজওয়া, আসমারা এবং আরভা। আফ্রিদি ছাড়া ভারতের এক ক্রিকেটার রয়েছেন, তিনিও তাঁর দূরসম্পর্কের বোনকে বিয়ে করেছেন বলেই শোনা যায়।
advertisement
4/6
শোনা যায়, দূর সম্পর্কের আত্মীয়কেই বিয়ে করেছিলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। যদিও তাঁদের বাড়ির তরফে এই তথ্য ঠিক নয় বলে দাবি করা হয়। তবে এটাও শোনা যায়, একটা সময় শেহওয়াগ ও আরতির সম্পর্ক মানতে চায়নি দুই পরিবার!
শোনা যায়, দূর সম্পর্কের আত্মীয়কেই বিয়ে করেছিলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। যদিও তাঁদের বাড়ির তরফে এই তথ্য ঠিক নয় বলে দাবি করা হয়। তবে এটাও শোনা যায়, একটা সময় শেহওয়াগ ও আরতির সম্পর্ক মানতে চায়নি দুই পরিবার!
advertisement
5/6
সম্প্রতি শোনা যাচ্ছে, শেহওয়াগ ও আরতির প্রায় ২০ বছরের দাম্পত্যে ফাটল ধরেছে। ২০০৪ সালে বিয়ে করেছিলেন তাঁরা।  আরতির বয়স যখন ৫, সেহওয়াগ যখন ৭, তখন দুজনের প্রথম দেখা।
সম্প্রতি শোনা যাচ্ছে, শেহওয়াগ ও আরতির প্রায় ২০ বছরের দাম্পত্যে ফাটল ধরেছে। ২০০৪ সালে বিয়ে করেছিলেন তাঁরা। আরতির বয়স যখন ৫, সেহওয়াগ যখন ৭, তখন দুজনের প্রথম দেখা।
advertisement
6/6
 ২১ বছর বয়সে ভারতের এই তারকা ক্রিকেটার বিয়ের প্রস্তাব দেন আরতিকে। তবে দূর সম্পর্কের খুরতুতো ভাই-বোন হওয়ার কারণে প্রথমে দুই বাড়ির তরফে অমত ছিল বলেই জানা যায়। এর পর সব বাধা কাটিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির বাসভবনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২০০৪ সালে ২২ এপ্রিল বিয়ে করেন তাঁরা।
২১ বছর বয়সে শেহওয়াগ বিয়ের প্রস্তাব দেন আরতিকে। তবে দূর সম্পর্কের খুরতুতো ভাই-বোন হওয়ার কারণে প্রথমে দুই বাড়ির তরফে অমত ছিল বলেই জানা যায়। এর পর সব বাধা কাটিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির বাসভবনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২০০৪ সালে ২২ এপ্রিল বিয়ে করেন তাঁরা।
advertisement
advertisement
advertisement