Abhishek Sharma : ভারতীয় দলের কোন ক্রিকেটারকে এখন দেখতে সব থেকে সুন্দর? ভাবছেন, শুভমান গিল! বিজ্ঞাপন জগতে আরেকজন 'হিট'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Abhishek Sharma- ভারতীয় ক্রিকেটের অনুগামী জেন-জি-দের জন্য এখন নতুন স্টাইল আইকন অভিষেক শর্মা। বিজ্ঞাপন সংস্থাগুলি ধীরে ধীরে সেটাই ভাবতে শুরু করেছে যেন! তবে প্রকৃতিগতভাবে শুভমান গিল ও অভিষেকের মধ্যে ফারাক অনেক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মাঠের বাইরে বিজ্ঞাপন জগতে শুভমান ও অভিষেকের সুস্থ প্রতিযোগিতা চলছে নীরবে। অভিষেকের জন্য ঝাঁপাতে চায় একের পর এক নামী বিজ্ঞাপনী সংস্থা। তবে মাঠে শুভমান কিন্তু অনেকটাই এগিয়ে। তিনি ক্যাপ্টেন। অভিষেক অবশ্য ওপেনার হিসেবে যা পারফর্ম করছেন তাতে তিনিও নিজেকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলবেন খুব তাড়াতাড়িই।
