মদ্যপান থেকে শত হস্তে দূরে থাকেন ভারতীয় দলের অনেক ক্রিকেটার। তাঁদের মধ্যে অন্যতম ভুবনেশ্বর কুমার।
যে কোনওরকম নেশাদ্রব্য থেকে দূরে থাকেন রাহুল দ্রাবিড়। যুবসমাজকে ধূমপান, মদ্যপান থেকে দূরে থাকার বার্তাও দেন ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল।
ধূমপান বা মদ্যপান একেবারেই পছন্দ করেন না ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।
ভারতীয় দলে এখন আর নিয়মিত কুলদীপ যাদব। তবে চরম হতাশায় থাকলেও হাতে কখনও পেয়ালা তুলে নেন না কুলদীপ যাদব।
মদ্যপান একেবারেই পছন্দ করেন না এমএস ধোনি। ফিটনেস ধরে রাখা তাঁর কাছে সব থেকে জরুরি।
যে কোনওরকম নেশা থেকেই কয়েকশো কিমি দূরে ভিভিএস লক্ষ্মণ।
শুধুমাত্র মদ্যপান নয়, ডায়েট ভেঙে যা খুশি খাবার থেকেও দূরে থাকেন অজিঙ্ক রাহানে।
...