মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যান গার্ল অদিতি এখন নেটিজেনদের হার্টথ্রব, তিনি কোন ক্রিকেটারের গার্লফ্রেন্ড ?

Last Updated:
1/6
আরসিবি ফ্যান গার্লকে নিশ্চয় মনে আছে ? বিরাটদের ম্যাচ চালাকালীন গ্যালারিতে তাঁকে দলের পতাকা হাতে দেখা গিয়েছিল ৷ সেই লাল-জামা পরা মেয়েটিকে কেউই ভুলতে পারেনি ৷ Photo Source: Twitter
আরসিবি ফ্যান গার্লকে নিশ্চয় মনে আছে ? বিরাটদের ম্যাচ চালাকালীন গ্যালারিতে তাঁকে দলের পতাকা হাতে দেখা গিয়েছিল ৷ সেই লাল-জামা পরা মেয়েটিকে কেউই ভুলতে পারেনি ৷ Photo Source: Twitter
advertisement
2/6
সদ্যসমাপ্ত আইপিএলে নজর কেড়েছেন দুই কন্যা। একজন আরসিবি-র ফ্যান দীপিকা ঘোষ। আর অপরজন মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যান অদিতি হুন্ডিয়া। Photo Courtesy: Instagram
সদ্যসমাপ্ত আইপিএলে নজর কেড়েছেন দুই কন্যা। একজন আরসিবি-র ফ্যান দীপিকা ঘোষ। আর অপরজন মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যান অদিতি হুন্ডিয়া। Photo Courtesy: Instagram
advertisement
3/6
দীপিকা তো বেশ কয়েকদিন ধরেই নেটিজেনদের হৃদয় জায়গা করে নিয়েছেন ৷ কিন্তু মুম্বইয়ের ফ্যানগার্ল অদিতিকে দেখে এখন আরোই মুগ্ধ নেটজেনরা ৷ Photo Courtesy: Instagram
দীপিকা তো বেশ কয়েকদিন ধরেই নেটিজেনদের হৃদয় জায়গা করে নিয়েছেন ৷ কিন্তু মুম্বইয়ের ফ্যানগার্ল অদিতিকে দেখে এখন আরোই মুগ্ধ নেটজেনরা ৷ Photo Courtesy: Instagram
advertisement
4/6
অদিতিকে মাত্র একবারই টিভি ক্যামেরায় দেখানো হয়েছিল। তারপরই নেটিজেনরা তাঁর থেকে আর চোখ ফেরাতে পারেনি। হায়দরাবাদে রবিবার ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন তিনি ৷ Photo Courtesy: Instagram
অদিতিকে মাত্র একবারই টিভি ক্যামেরায় দেখানো হয়েছিল। তারপরই নেটিজেনরা তাঁর থেকে আর চোখ ফেরাতে পারেনি। হায়দরাবাদে রবিবার ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন তিনি ৷ Photo Courtesy: Instagram
advertisement
5/6
 কে এই অদিতি ? তিনি কিন্তু ফ্যাশন দুনিয়ায় অত্যন্ত পরিচিত একজন মুখ ৷ ২০১৮ সালে মিস সুপারন্যাশনাল ইন্ডিয়া হন তিনি। মিস ইন্ডিয়া রাজস্থানও ছিলেন তিনি ৷ তবে যেটা জানা গিয়েছে, তা হল অদিতি মুম্বই ইন্ডিয়ান্সের পাশাপাশি বিরাট কোহলিরও বিরাট ফ্যান ৷
কে এই অদিতি ? তিনি কিন্তু ফ্যাশন দুনিয়ায় অত্যন্ত পরিচিত একজন মুখ ৷ ২০১৮ সালে মিস সুপারন্যাশনাল ইন্ডিয়া হন তিনি। মিস ইন্ডিয়া রাজস্থানও ছিলেন তিনি ৷ তবে যেটা জানা গিয়েছে, তা হল অদিতি মুম্বই ইন্ডিয়ান্সের পাশাপাশি বিরাট কোহলিরও বিরাট ফ্যান ৷
advertisement
6/6
তবে অদিতির মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যান হওয়ার অন্য আরেকটি কারণ রয়েছে ৷ এখন জোর গুঞ্জন, তিনি নাকি মুম্বইয়ের ক্রিকেটার ঈশান কিষানের গার্লফ্রেন্ড ৷ তাই ফাইনালের দিন খেলা দেখতে সোজা হায়দরাবাদ পৌঁছে গিয়েছিলেন অদিতি ৷ Photo Courtesy: Instagram
তবে অদিতির মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যান হওয়ার অন্য আরেকটি কারণ রয়েছে ৷ এখন জোর গুঞ্জন, তিনি নাকি মুম্বইয়ের ক্রিকেটার ঈশান কিষানের গার্লফ্রেন্ড ৷ তাই ফাইনালের দিন খেলা দেখতে সোজা হায়দরাবাদ পৌঁছে গিয়েছিলেন অদিতি ৷ Photo Courtesy: Instagram
advertisement
advertisement
advertisement