বুমরাহ-সিরাজ বিশ্রামে, তারপরও কেন সুযোগ পেলেন না শামি! উঠছে প্রশ্ন

Last Updated:
Mohammed Shami: ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামিকে আবারও উপেক্ষা করেছে নির্বাচক কমিটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে নাম নেই শামির।
1/5
ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামিকে আবারও উপেক্ষা করেছে নির্বাচক কমিটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে নাম নেই শামির। দীর্ঘ সময় ধরে জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা শামি বর্তমানে ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে ধারাবাহিকভাবে খেলছেন। রনজি ট্রফির প্রথম পর্বে মাত্র চার ম্যাচে ২০টি উইকেট নিয়ে তিনি নিজের ফর্মের প্রমাণ দিয়েছেন। পাশাপাশি সৈয়দ মুস্তাক আলি টি–২০ টুর্নামেন্টের জন্যও তাঁকে দলে নেওয়া হয়েছে। তবুও জাতীয় দলে তাঁর সুযোগ না মেলা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামিকে আবারও উপেক্ষা করেছে নির্বাচক কমিটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে নাম নেই শামির। দীর্ঘ সময় ধরে জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা শামি বর্তমানে ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে ধারাবাহিকভাবে খেলছেন। রনজি ট্রফির প্রথম পর্বে মাত্র চার ম্যাচে ২০টি উইকেট নিয়ে তিনি নিজের ফর্মের প্রমাণ দিয়েছেন। পাশাপাশি সৈয়দ মুস্তাক আলি টি–২০ টুর্নামেন্টের জন্যও তাঁকে দলে নেওয়া হয়েছে। তবুও জাতীয় দলে তাঁর সুযোগ না মেলা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
advertisement
2/5
শামির সাম্প্রতিক পারফরম্যান্স ভাল থাকলও কেন তাঁকে ভারতীয় দলের বাইরে রাখা হচ্ছে, তা নিয়ে জল্পনা বাড়ছে। নির্বাচক কমিটির সঙ্গে কোনো বিরোধ রয়েছে কিনা, এমন প্রশ্নও উঠছে ক্রিকেট মহলে। প্রধান নির্বাচক অজিত আগরকর কিছুদিন আগে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, শামিকে ফিটনেস সমস্যার কারণে দলে নেওয়া হয়নি। তবে শামি নিজেই এই দাবি নাকচ করে বলেছেন যে তিনি সম্পূর্ণ ফিট এবং নিয়মিত ম্যাচ খেলছেন।
শামির সাম্প্রতিক পারফরম্যান্স ভাল থাকলও কেন তাঁকে ভারতীয় দলের বাইরে রাখা হচ্ছে, তা নিয়ে জল্পনা বাড়ছে। নির্বাচক কমিটির সঙ্গে কোনো বিরোধ রয়েছে কিনা, এমন প্রশ্নও উঠছে ক্রিকেট মহলে। প্রধান নির্বাচক অজিত আগরকর কিছুদিন আগে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, শামিকে ফিটনেস সমস্যার কারণে দলে নেওয়া হয়নি। তবে শামি নিজেই এই দাবি নাকচ করে বলেছেন যে তিনি সম্পূর্ণ ফিট এবং নিয়মিত ম্যাচ খেলছেন।
advertisement
3/5
বুমরাহ ও সিরাজকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে, যার ফলে দলে অভিজ্ঞ পেস বোলারের ঘাটতি তৈরি হয়েছে। এই অবস্থায় ক্রিকেটপ্রেমীদের মনে আরও প্রশ্ন—দলের দুই প্রধান পেসার অনুপস্থিত থাকলে শামি কেন আদৌ বিকল্প হিসেবে বিবেচিত হলেন না? নির্বাচকরা বরং আস্থা রেখেছেন অর্শদীপ সিংহ, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণার ওপর। চতুর্থ পেসার হিসেবে রয়েছেন নীতিশ কুমার রেড্ডি।
বুমরাহ ও সিরাজকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে, যার ফলে দলে অভিজ্ঞ পেস বোলারের ঘাটতি তৈরি হয়েছে। এই অবস্থায় ক্রিকেটপ্রেমীদের মনে আরও প্রশ্ন—দলের দুই প্রধান পেসার অনুপস্থিত থাকলে শামি কেন আদৌ বিকল্প হিসেবে বিবেচিত হলেন না? নির্বাচকরা বরং আস্থা রেখেছেন অর্শদীপ সিংহ, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণার ওপর। চতুর্থ পেসার হিসেবে রয়েছেন নীতিশ কুমার রেড্ডি।
advertisement
4/5
শামি সর্বশেষ এ বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে ওয়ানডে খেলেছিলেন। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে টি–২০ সিরিজেও চমৎকার বোলিং করেছিলেন তিনি। কিন্তু এরপর থেকেই ফিটনেসের অজুহাতে তাঁকে নিয়মিত দলে রাখা হয়নি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও জাতীয় দলে সুযোগ না পাওয়ায় শামির ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
শামি সর্বশেষ এ বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে ওয়ানডে খেলেছিলেন। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে টি–২০ সিরিজেও চমৎকার বোলিং করেছিলেন তিনি। কিন্তু এরপর থেকেই ফিটনেসের অজুহাতে তাঁকে নিয়মিত দলে রাখা হয়নি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও জাতীয় দলে সুযোগ না পাওয়ায় শামির ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
advertisement
5/5
এক ঝলকে দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক) (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কওয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল।
এক ঝলকে দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক) (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কওয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল।
advertisement
advertisement
advertisement