IND vs AUS: শুধু ম্যাচ হার নয়! অ্যাডিলেডে একাধিক লজ্জার রেকর্ড গড়ল ভারত

Last Updated:
Team India Set Multiple Unwanted Records Face Defeat In Ind vs Aus 2nd Test: দিন-রাতের টেস্টে অস্ট্রলিয়ার বিরুদ্ধে সেভাবে কোনও লড়াই দিতে পারেনি ভারতীয় দল। শুধু ম্যাত হারই নয়, অ্যাডিলেডে একাধিক লজ্জার রেকর্জও গড়েছে ভারতীয় ক্রিকেট দল।
1/5
অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে। দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অজিরা।
অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে। দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অজিরা।
advertisement
2/5
দিন-রাতের টেস্টে অস্ট্রলিয়ার বিরুদ্ধে সেভাবে কোনও লড়াই দিতে পারেনি ভারতীয় দল। শুধু ম্যাত হারই নয়, অ্যাডিলেডে একাধিক লজ্জার রেকর্জও গড়েছে ভারতীয় ক্রিকেট দল।
দিন-রাতের টেস্টে অস্ট্রলিয়ার বিরুদ্ধে সেভাবে কোনও লড়াই দিতে পারেনি ভারতীয় দল। শুধু ম্যাত হারই নয়, অ্যাডিলেডে একাধিক লজ্জার রেকর্জও গড়েছে ভারতীয় ক্রিকেট দল।
advertisement
3/5
সব মিলিয়ে অ্যাডিলেডে খেলা হল ১৭১.২ ওভার। দিনে ৯০ ওভার করে ধরলে পুরো দুই দিনেরও খেলা হয়নি। এই ম্যাচই ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে কম সময় শেষ হওয়া টেস্ট।
সব মিলিয়ে অ্যাডিলেডে খেলা হল ১৭১.২ ওভার। দিনে ৯০ ওভার করে ধরলে পুরো দুই দিনেরও খেলা হয়নি। এই ম্যাচই ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে কম সময় শেষ হওয়া টেস্ট।
advertisement
4/5
২০১২ সালের পর থেকে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে একটি টেস্টের উভয় ইনিংসেই দুশো রান গণ্ডি টপকাতে পারেনি, এমন ঘটনা এতদিন ঘটেনি। কিন্তু এবার অ্যাডিলেডে ঘটল সেটাই।
২০১২ সালের পর থেকে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে একটি টেস্টের উভয় ইনিংসেই দুশো রান গণ্ডি টপকাতে পারেনি, এমন ঘটনা এতদিন ঘটেনি। কিন্তু এবার অ্যাডিলেডে ঘটল সেটাই।
advertisement
5/5
অস্ট্রেলিয়া সফরে কোনও টেস্টে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয়ের পর তারপরের টেস্টেই ১০ উইকেটে লজ্জার হারের সম্মুখীন হতে হয়নি ভারতীয় দলকেয যা ঘটলা এবারের সফরে।
অস্ট্রেলিয়া সফরে কোনও টেস্টে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয়ের পর তারপরের টেস্টেই ১০ উইকেটে লজ্জার হারের সম্মুখীন হতে হয়নি ভারতীয় দলকেয যা ঘটলা এবারের সফরে।
advertisement
advertisement
advertisement