একদিনের ক্রিকেটে সর্বোচ্চ স্কোর, টানা ৫ ম্যাচে সেঞ্চুরি, ইতিহাসের পাতায় এন জগদীশান

Last Updated:
কিছুদিন আগেই তাকে রিটেন করেনি চেন্নাই সুপার কিংস। তারপরই বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে দুরন্ত ছন্দে এন জগদীশান। এবার ইতিহাসের পাতায় নাম তুললেন তামিলনাড়ুর ব্যাটার।
1/5
বিজয় হজারে ট্রফিতে পর পর পাঁচটি ম্যাচে শতরান। ইতিহাসের পাতায় তামিলনাড়ুর ব্যাটার নারায়ণ জগদীশান। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১৪১ বলে ২৭৭ রানের ইনিং খেলে ভেভে চুরমার করে দিলেন একের পর এক রেকর্ড।
বিজয় হজারে ট্রফিতে পর পর পাঁচটি ম্যাচে শতরান। ইতিহাসের পাতায় তামিলনাড়ুর ব্যাটার নারায়ণ জগদীশান। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১৪১ বলে ২৭৭ রানের ইনিং খেলে ভেভে চুরমার করে দিলেন একের পর এক রেকর্ড।
advertisement
2/5
জগদীশন প্রথম ক্রিকেটার যিনি বিজয় হজারে ট্রফিতে এক মরসুমে ৫টি শতরান করেছেন। এক আগে বিরাট কোহলি, দেবদূত পাড়িক্কল, পৃথ্বী শ ও রুতুরাজ গায়কোয়াড় ৪টি শতরান করেছিলেন। তাদের সকলকে পেছনে ফেলে দিলেন এন জগদীশান।
জগদীশন প্রথম ক্রিকেটার যিনি বিজয় হজারে ট্রফিতে এক মরসুমে ৫টি শতরান করেছেন। এক আগে বিরাট কোহলি, দেবদূত পাড়িক্কল, পৃথ্বী শ ও রুতুরাজ গায়কোয়াড় ৪টি শতরান করেছিলেন। তাদের সকলকে পেছনে ফেলে দিলেন এন জগদীশান।
advertisement
3/5
ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক একদিনের ক্রিকেট, ২৭৭ রান করে সবকিছুতেই বিশ্বের এক নম্বর হলেন জগদীশান। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়েও শীর্ষে উঠে এল তামিলনাড়ুর ক্রিকেটার। ভারতীয়দের মধ্যে রোহিত শর্মার ২৬৪ রানের রেকর্ড ও শ্রীলঙ্কার মহিলা ক্রিকেটার শ্রীপলি বীরাক্কোডির করা ২৭১ রানের রেকর্ডও ভাঙলেন এন জগদীশান।
ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক একদিনের ক্রিকেট, ২৭৭ রান করে সবকিছুতেই বিশ্বের এক নম্বর হলেন জগদীশান। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়েও শীর্ষে উঠে এল তামিলনাড়ুর ক্রিকেটার। ভারতীয়দের মধ্যে রোহিত শর্মার ২৬৪ রানের রেকর্ড ও শ্রীলঙ্কার মহিলা ক্রিকেটার শ্রীপলি বীরাক্কোডির করা ২৭১ রানের রেকর্ডও ভাঙলেন এন জগদীশান।
advertisement
4/5
সবথেকে কম বলে দ্বিশতরান করার রেকর্ডও গড়েছেন জগদীশান। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১১৪ বলে দ্বিশতরান করেছেন তিনি। লিস্ট এ ক্রিকেটে পুরুষদের মধ্যে এটি যুগ্ম দ্বিতীয়। অসট্রেলিয়ার ট্রেভিস হেডও কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ১১৪ বলে ডাবল সে‍ঞ্চুরি করেছিলেন।
সবথেকে কম বলে দ্বিশতরান করার রেকর্ডও গড়েছেন জগদীশান। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১১৪ বলে দ্বিশতরান করেছেন তিনি। লিস্ট এ ক্রিকেটে পুরুষদের মধ্যে এটি যুগ্ম দ্বিতীয়। অসট্রেলিয়ার ট্রেভিস হেডও কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ১১৪ বলে ডাবল সে‍ঞ্চুরি করেছিলেন।
advertisement
5/5
অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১৯৬.৪৫ স্ট্রাইক রেটে রান করেছেন জগদীশন। লিস্ট এ ক্রিকেটে দ্বিশতরান করা ক্রিকেটারদের মধ্যে এটি সেরা। এর আগে হেড ১৮১.১০ স্ট্রাইক রেটে দ্বিশতরান করেছিলেন।
অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১৯৬.৪৫ স্ট্রাইক রেটে রান করেছেন জগদীশন। লিস্ট এ ক্রিকেটে দ্বিশতরান করা ক্রিকেটারদের মধ্যে এটি সেরা। এর আগে হেড ১৮১.১০ স্ট্রাইক রেটে দ্বিশতরান করেছিলেন।
advertisement
advertisement
advertisement