টি২০ বিশ্বকাপের মঞ্চ থেকেই অবসর ঘোষণা করে আবেগপ্রবণ বিরাট কোহলি; সঙ্গীকে ভালবাসায় ভরিয়ে দিলেন অনুষ্কা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
T20 World Cup Virat Kohli: টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৭ রানে হারিয়ে বিশ্বসেরা হয়েছে ভারত। ফলে বাঁধভাঙা উচ্ছ্বাস ভারতীয় শিবিরে।
প্রায় সতেরো বছর পর টি২০ বিশ্বকাপ জয় করেছে ভারত। আর এই জয়ের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বিরাট কোহলির। এদিকে ভারতের বিশ্বকাপ জয়ে আনন্দে চোখ ভিজে এসেছে সমগ্র দেশবাসীর। একই অবস্থা ভারতীয় ক্রিকেট দলের সদস্যদেরও। নিজের আবেগ ধরে রাখতে পারেননি স্বয়ং জয়ের নায়ক বিরাট কোহলিও। সঙ্গীর সাফল্যে আবেগঘন হয়ে পড়েছেন বিরাট ঘরণী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও।
advertisement
টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৭ রানে হারিয়ে বিশ্বসেরা হয়েছে ভারত। ফলে বাঁধভাঙা উচ্ছ্বাস ভারতীয় শিবিরে। ফাইনাল ম্যাচে ৭৬ রান করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বিরাট। তাঁকে যে বড় খেলোয়াড়ের তকমা দেওয়া হয়, সেটা তিনি সেদিন সঠিক বলে প্রমাণ করে দিয়েছিলেন। এই জয়ের পরে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বিরাট কোহলি।
advertisement
এমনকী, টি২০ বিশ্বকাপের মঞ্চে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন ভারতীয় এই ক্রিকেট তারকা। আর জয়ের পরেই বিরাটের জন্য একটি আবেগঘন পোস্ট করেছেন অনুষ্কা শর্মা। ভারতের পতাকা জড়িয়ে কাপ হাতে বিরাটের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। লিখেছেন, “আমি এই মানুষটিকে ভালবাসি। তোমায় আমার ঘর বলতে পেরে আমি অত্যন্ত ভাগ্যবতী।” অনুষ্কার এই পোস্টে ভালবাসা দিয়েছেন ভক্তরাও।
advertisement
তাঁরা লিখেছেন, “আমরাও এই মানুষটিকে ভালবাসি।” আরও একটি পোস্টে বিরাটের উচ্ছ্বসিত প্রশংসা করতে দেখা গিয়েছে অনুষ্কাকে। কন্যা ভামিকা সংক্রান্ত বিষয় নিয়েই ছিল পোস্টটি। অভিনেত্রী লিখেছেন, “টিভিতে সমস্ত খেলোয়াড়দের কাঁদতে দেখে আমার কন্যার সবথেকে বড় চিন্তা ছিল, তাঁদের জড়িয়ে ধরার মতো কেউ রয়েছে কি না! হ্যাঁ, তাঁদের জড়িয়ে ধরেছেন দেড় বিলিয়ন মানুষ। কী অসাধারণ জয় এবং কী অসাধারণ কৃতিত্ব! চ্যাম্পিয়নস - শুভেচ্ছা।”
advertisement
এখানেই শেষ নয়, জয়ের কিছু পরেই স্ত্রী অনুষ্কাকে একটি ভিডিও কল করেছিলেন কিং কোহলি। সকলের সামনেই নিজের অনুভূতি প্রকাশ করেন এই তারকা। দেখা যায়, স্ত্রী এবং সন্তানদের ফ্লাইং কিস ছুড়ছেন বিরাট। এদিকে অনুষ্কার পাশাপাশি অমিতাভ বচ্চন, সলমন খান, প্রীতি জিন্টা, রাম চরণ, মহেশ বাবুর মতো তারকারাও ভারতীয় দলকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন।