সৌরভ কখনও রাজনীতিতে আসবেন? মুখ্যমন্ত্রী হলে কী কী কাজ করবেন? জবাব দিলেন 'দাদা'

Last Updated:
Sourav Ganguly: সৌরভ মুখ্যমন্ত্রী হলে কোন কাজ করবেন সবার আগে? দাদা নিজেই জানালেন।
1/8
সৌরভ গঙ্গোপাধ্যায় দাদাগিরির মঞ্চে এমন অনেক প্রশ্নের উত্তর দেন, যেগুলি তিনি হয়তো অন্য কোথাও বলেন না। এবারও রাজনীতিতে আসার ব্যাপারে দাদা সরাসরি কথা বললেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় দাদাগিরির মঞ্চে এমন অনেক প্রশ্নের উত্তর দেন, যেগুলি তিনি হয়তো অন্য কোথাও বলেন না। এবারও রাজনীতিতে আসার ব্যাপারে দাদা সরাসরি কথা বললেন।
advertisement
2/8
দাদাগিরির একটি এপিসোডে এসেছিলেন বাংলার সিনেমার সুপারস্টার দেব, বাংলা সঙ্গীত জগতের তারকা রূপম ইসলাম। সেখানেই দেবের প্রশ্নের উত্তরে সৌরভ জানান তিনি কখনও রাজনীতিতে আসবেন কি না!
দাদাগিরির একটি এপিসোডে এসেছিলেন বাংলার সিনেমার সুপারস্টার দেব, বাংলা সঙ্গীত জগতের তারকা রূপম ইসলাম। সেখানেই দেবের প্রশ্নের উত্তরে সৌরভ জানান তিনি কখনও রাজনীতিতে আসবেন কি না!
advertisement
3/8
সৌরভকে দেব প্রশ্ন করেন, দাদা আপনি কখনও দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী হলে কোন কাজটা সবার আগে করবেন! প্রশ্নটা শুনে দাদা একটুও ঘাবরাননি. বরং নিজের মনের কথা তুলে ধরেন তিনি।
সৌরভকে দেব প্রশ্ন করেন, দাদা আপনি কখনও দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী হলে কোন কাজটা সবার আগে করবেন! প্রশ্নটা শুনে দাদা একটুও ঘাবরাননি. বরং নিজের মনের কথা তুলে ধরেন তিনি।
advertisement
4/8
সৌরভ স্পষ্ট বলেন, আমাদের সমাজে অনেকেই বলেন, আচ্ছা করে দাও। এই করে দাও শব্দটা ঠিক নয়। আসলে কাউকে কিছু করে দেওয়াটা কথা নয়। কারণ এটা একদন মানুষের অধিকার। সেটা তাঁর প্রাপ্য।
সৌরভ স্পষ্ট বলেন, আমাদের সমাজে অনেকেই বলেন, আচ্ছা করে দাও। এই করে দাও শব্দটা ঠিক নয়। আসলে কাউকে কিছু করে দেওয়াটা কথা নয়। কারণ এটা একদন মানুষের অধিকার। সেটা তাঁর প্রাপ্য।
advertisement
5/8
সৌরভকে নিয়ে বড় জল্পনা ছিল একটা সময়। তিনি রাজনীতিতে নামবেন! ২০২২ সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন তাঁর বাড়িতে এসেছিলেন। তবে সেসব সম্ভাবনা দাদা হেলায় উড়িয়ে দিয়েছেন।
সৌরভকে নিয়ে বড় জল্পনা ছিল একটা সময়। তিনি রাজনীতিতে নামবেন! ২০২২ সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন তাঁর বাড়িতে এসেছিলেন। তবে সেসব সম্ভাবনা দাদা হেলায় উড়িয়ে দিয়েছেন।
advertisement
6/8
সৌরভ এদিন আরও বলেন, আমি চাই প্রতিটা মানুষ স্বাবলম্বী হোক। বিশেষ করে সমাজে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের রোজগারের ব্যবস্থা হওয়াটা সবার আগে জরুরি।
সৌরভ এদিন আরও বলেন, আমি চাই প্রতিটা মানুষ স্বাবলম্বী হোক। বিশেষ করে সমাজে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের রোজগারের ব্যবস্থা হওয়াটা সবার আগে জরুরি।
advertisement
7/8
দেবের প্রশ্নের উত্তর দেওয়ার পর সৌরভ এটাও জানিয়ে দেন, তিনি কখনও রাজনীতিতে পা দেবেন না। তবে তাঁর বাড়িতে যাঁরা আসতে চান, তাঁরা আসতেই পারেন, তিনি প্রত্যেকের সঙ্গে সৌহার্দের সম্পর্ক বজায় রাখবেন।
দেবের প্রশ্নের উত্তর দেওয়ার পর সৌরভ এটাও জানিয়ে দেন, তিনি কখনও রাজনীতিতে পা দেবেন না। তবে তাঁর বাড়িতে যাঁরা আসতে চান, তাঁরা আসতেই পারেন, তিনি প্রত্যেকের সঙ্গে সৌহার্দের সম্পর্ক বজায় রাখবেন।
advertisement
8/8
কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে ছিলেন সৌরভ। তার পর দাদার রাজনীতিতে যোগাযোগ নিয়ে কথা ওঠে। তবে মহারাজ জানিয়ে দেন, তিনি রাজনীতিতে নামতে চান না।
কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে ছিলেন সৌরভ। তার পর দাদার রাজনীতিতে যোগাযোগ নিয়ে কথা ওঠে। তবে মহারাজ জানিয়ে দেন, তিনি রাজনীতিতে নামতে চান না।
advertisement
advertisement
advertisement