'দাদা' নিজেই লিখছেন বায়োপিক-এর স্ক্রিপ্ট! পর্দার সৌরভ কি তবে রণবীর কাপুর!

Last Updated:
Sourav Ganguly biopic: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। বাজেট কত! সত্যিই কি পর্দার 'দাদা' হচ্ছেন রণবীর কাপুর!
1/5
সোমবার রাতে বন্ধু সঞ্জয় দাসের সঙ্গে মুম্বই পৌঁছেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদা-র বায়োপিক নিয়ে এমনিতেই সবার উৎসাহ চরমে। জানা গিয়েছে, সৌরভের বায়োপিক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবার হয়ে যাবে।
সোমবার রাতে বন্ধু সঞ্জয় দাসের সঙ্গে মুম্বই পৌঁছেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদা-র বায়োপিক নিয়ে এমনিতেই সবার উৎসাহ চরমে। জানা গিয়েছে, সৌরভের বায়োপিক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবার হয়ে যাবে।
advertisement
2/5
বায়োপিক নিয়ে অকারণ হুড়োহুড়ি করতে চান না মহারাজ। লভ ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে এই বায়োপিক। জানা গিয়েছে, চিত্রনাট্য ও নাম ফাইনাল করতে সৌরভ মুম্বই উড়ে গিয়েছেন।
বায়োপিক নিয়ে অকারণ হুড়োহুড়ি করতে চান না মহারাজ। লভ ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে এই বায়োপিক। জানা গিয়েছে, চিত্রনাট্য ও নাম ফাইনাল করতে সৌরভ মুম্বই উড়ে গিয়েছেন।
advertisement
3/5
এরই মধ্য়ে শোনা যাচ্ছে, সৌরভের বায়োপিকে নাম ভূমিকায় দেখা যেতে পারে রণবীর কাপুরকে। তবে এর আগে জানা গিয়েছিল, সৌরভের বায়োপিকে অভিনয় করতে চান না রণবীর। তিনি কোনও ক্রিকেটারের বায়োপিকেই নাকি কাজ করতে চান না। রণবীর ফুটবল ভালবাসেন। সেটাই নাকি অন্যতম কারণ!
এরই মধ্য়ে শোনা যাচ্ছে, সৌরভের বায়োপিকে নাম ভূমিকায় দেখা যেতে পারে রণবীর কাপুরকে। তবে এর আগে জানা গিয়েছিল, সৌরভের বায়োপিকে অভিনয় করতে চান না রণবীর। তিনি কোনও ক্রিকেটারের বায়োপিকেই নাকি কাজ করতে চান না। রণবীর ফুটবল ভালবাসেন। সেটাই নাকি অন্যতম কারণ!
advertisement
4/5
জানা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় বায়োপিকের স্ক্রিপ্ট নিজেই লিখবেন বলে ঠিক করেছেন। সব কিছু পাকা হলে বায়োপিক-এর শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় বায়োপিকের স্ক্রিপ্ট নিজেই লিখবেন বলে ঠিক করেছেন। সব কিছু পাকা হলে বায়োপিক-এর শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে।
advertisement
5/5
সৌরভের বায়োপিক-এর বাজেট ধরা হয়েছে ২৫০ কোটি টাকা। আপাতত জানা যাচ্ছে এমনটাই। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর সৌরভ গঙ্গোপাধ্যায় ও লভ ফিল্মসের তরফে বায়োপিকের কথা ঘোষণা করা হয়েছিল।
সৌরভের বায়োপিক-এর বাজেট ধরা হয়েছে ২৫০ কোটি টাকা। আপাতত জানা যাচ্ছে এমনটাই। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর সৌরভ গঙ্গোপাধ্যায় ও লভ ফিল্মসের তরফে বায়োপিকের কথা ঘোষণা করা হয়েছিল।
advertisement
advertisement
advertisement