সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল বিশাখাপত্তনমে। ওই ম্যাচে ধোনিকে তিনে ব্যাটিং করতে নামতে বলেন সৌরভ। এক সাক্ষাৎকারে মহারাজ বলেছিলেন, ওর আসলে স্ট্রেন্থ ব্যাটিং। ও অবলীলায় লম্বা ছক্কা হাঁকাতে পারত। সাতে ব্যাট করলে ও সব সময় সুযোগ পেত না। এতে ওর কেরিয়ার ক্ষতিগ্রস্থ হত।