Sourav Ganguly and Richa Ghosh: ‘আমরা যেন একদিন এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়া ক্যাপ্টেন’- সৌরভ, তুলে দিলেন সোনার স্মারক ৩৪ লক্ষ টাকা, রইল ফটো
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Sourav Ganguly and Richa Ghosh: ‘রিচার বয়স ২২ বছর সানার থেকেও ছোট। ছ নম্বরে নেমে যে খেলাটা খেলে সেটা খুব ডিফিকাল্ট জায়গা।’
কলকাতা: রিচা ঘোষের ইডেনের সম্বর্ধনা অনুষ্ঠানে চাঁদের হাট৷ সেখানে নস্টালজিক হয়ে পড়েন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তিনি এদিন ঝুলনদের সময়ের মহিলা ক্রিকেটের কথা বলেন৷ তিনি বলেন, ‘‘যখন আমি দেশের ক্যাপ্টেন ছিলাম ঝুলন গোস্বামীকে দৌড়াতে দেখতাম ইডেনে। তখনকার মহিলা ক্রিকেট এখনকার মত এত স্থিতিশীল এত অর্থনৈতিক জায়গা থেকে এত ভাল জায়গায় ছিল না৷’’
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
‘‘রিচার বয়স ২২ বছর সানার থেকেও ছোট। ছ নম্বরে নেমে যে খেলাটা খেলে সেটা খুব ডিফিকাল্ট জায়গা। এই জায়গায় ব্যাট করতে নেমে খেলাটা খুব কঠিন। রিচা এই টুর্নামেন্টে যে অবদান রেখেছে যখন যে ম্যাচে নেমেছে সেই জায়গায় ও নিজেকে প্রমাণ করেছে। যেটা কোনভাবেই স্মৃতি, হারমনপ্রীত থেকে কম নয়। আমরা চাই রিচা একদিন ঝুলন গোস্বামীর মতো জায়গায় পৌঁছাবে। একদিন যেন আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়ার ক্যাপ্টেন। ’’
