কলকাতা : সারা নামেই গোলগোল ঘুরছেন ভারতের তরুণ থার্টথ্রব ক্রিকেটার শুভমান গিল৷ তরুণ এই তুর্কি সারা তেন্ডুলকরকে ছেড়ে সারা আলি খানে মজেছেন এই গসিপ রটেছিল জোরদার৷ তবে ভ্যালেন্টাইন্টন্স ডে-র পোস্টে যা কাণ্ড ঘটালেন তাতে কী নবাব পরিবারের কন্যার ঝুলি ফের একবার ফাঁকা সেটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷
2/ 6
ভ্যালেন্টাইন্স ডে -র দিনে শুভমান গিল লন্ডনের একটি দামী রেঁস্তোরায় কফি খাচ্ছেন এরকম দেখা যাচ্ছে ৷ ছবি ক্যাপশনে শুভমান লিখেছেন What day is it again? অর্থাৎ এটা আবার কোন দিন? এই ছবিতে শুভমানকে কোনও সঙ্গিনীর সঙ্গে দেখা যাচ্ছে না৷
3/ 6
এদিকে নেটিজেনরা তাঁদের প্রচণ্ড গোয়েন্দাগিরি দিয়ে এক দারুণ সিক্রেট আউট করেছেন৷ যে সারা তেন্ডুলকরেরও সেই একই ব্যাকড্রপে ছবি রয়েছে৷ তাঁর ছবিতেই লন্ডন , ইউনাইটেড কিংডম লেখা রয়েছে৷ তবে শুভমান গিলের ছবিতে কোনও লোকেশন লেখা নেই৷
4/ 6
দুটি ছবিকে পাশাপাশি রাখলে দেখা যাচ্ছে যে সব কিছুই একইরকম তবে একটাই বিষয় দুটিতেই নেটিজেনদের কমেন্টে শুভমান ও সারার সম্পর্ক নিয়ে একাধিক কমেন্ট রয়েছে৷
5/ 6
সারা তেন্ডুলকরের ছবিটিতে অবশ্য তারিখ এক বছরের পুরনো৷ কিন্তু পুরনো প্রেম তো পুরনো জায়গাগুলিতেও নতুন করে জেগে ওঠে সেই সন্দেহ নেটিজেনদের মন থেকে কেউ সরাতে পারছে না৷
6/ 6
সব মিলিয়ে গসিপ জমজমাট৷ এই ভ্যালেন্টাইন্স ডে-তে একটাই সকলে নিশ্চিত শুভমান গিলের প্রেমের গসিপে সারা আলি খান আউট আর সারা তেন্ডুলকর ইন৷
Shubman Gill Gossip: মেগা গসিপ! নবাব নন্দিনীর এবারও হল না, শুভমান কার সঙ্গে কাটালেন ভ্যালেন্টাইন্স ডে, বিশাল সিক্রেট আউট
কলকাতা : সারা নামেই গোলগোল ঘুরছেন ভারতের তরুণ থার্টথ্রব ক্রিকেটার শুভমান গিল৷ তরুণ এই তুর্কি সারা তেন্ডুলকরকে ছেড়ে সারা আলি খানে মজেছেন এই গসিপ রটেছিল জোরদার৷ তবে ভ্যালেন্টাইন্টন্স ডে-র পোস্টে যা কাণ্ড ঘটালেন তাতে কী নবাব পরিবারের কন্যার ঝুলি ফের একবার ফাঁকা সেটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷
Shubman Gill Gossip: মেগা গসিপ! নবাব নন্দিনীর এবারও হল না, শুভমান কার সঙ্গে কাটালেন ভ্যালেন্টাইন্স ডে, বিশাল সিক্রেট আউট
ভ্যালেন্টাইন্স ডে -র দিনে শুভমান গিল লন্ডনের একটি দামী রেঁস্তোরায় কফি খাচ্ছেন এরকম দেখা যাচ্ছে ৷ ছবি ক্যাপশনে শুভমান লিখেছেন What day is it again? অর্থাৎ এটা আবার কোন দিন? এই ছবিতে শুভমানকে কোনও সঙ্গিনীর সঙ্গে দেখা যাচ্ছে না৷
Shubman Gill Gossip: মেগা গসিপ! নবাব নন্দিনীর এবারও হল না, শুভমান কার সঙ্গে কাটালেন ভ্যালেন্টাইন্স ডে, বিশাল সিক্রেট আউট
এদিকে নেটিজেনরা তাঁদের প্রচণ্ড গোয়েন্দাগিরি দিয়ে এক দারুণ সিক্রেট আউট করেছেন৷ যে সারা তেন্ডুলকরেরও সেই একই ব্যাকড্রপে ছবি রয়েছে৷ তাঁর ছবিতেই লন্ডন , ইউনাইটেড কিংডম লেখা রয়েছে৷ তবে শুভমান গিলের ছবিতে কোনও লোকেশন লেখা নেই৷
Shubman Gill Gossip: মেগা গসিপ! নবাব নন্দিনীর এবারও হল না, শুভমান কার সঙ্গে কাটালেন ভ্যালেন্টাইন্স ডে, বিশাল সিক্রেট আউট
সারা তেন্ডুলকরের ছবিটিতে অবশ্য তারিখ এক বছরের পুরনো৷ কিন্তু পুরনো প্রেম তো পুরনো জায়গাগুলিতেও নতুন করে জেগে ওঠে সেই সন্দেহ নেটিজেনদের মন থেকে কেউ সরাতে পারছে না৷