Shoaib Malik and Sana Javed: লুকিয়ে বিয়ে করতে ভালবাসেন শোয়েব! সানিয়ার আগেও বিয়ে ছিল পাক ক্রিকেটারের!

Last Updated:
Shoaib Malik and Sana Javed: সানিয়াকে অন্ধকারে রেখেই কী বিয়ের ভাবনা, ডিভোর্স নিয়ে বড় রহস্য জারি
1/10
: একাধিকবার শোনা গিয়েছিল সানিয়া মির্জা ও শোয়েব মালিকের সম্পর্ক বেশ খারাপ জায়গায়, বোধহয় বিয়ে আর চলল না-কিন্তু প্রতিবারই এই দম্পতি নিজেদের খারাপ পর্ব কাটিয়ে ফের একবার শক্ত করে হাত ধরে এগিয়ে গিয়েছেন৷
: একাধিকবার শোনা গিয়েছিল সানিয়া মির্জা ও শোয়েব মালিকের সম্পর্ক বেশ খারাপ জায়গায়, বোধহয় বিয়ে আর চলল না-কিন্তু প্রতিবারই এই দম্পতি নিজেদের খারাপ পর্ব কাটিয়ে ফের একবার শক্ত করে হাত ধরে এগিয়ে গিয়েছেন৷
advertisement
2/10
কিন্তু এবার বেশ বড় ব্রেকিং সামনে চলে এল৷ শোয়েব মালিক নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে নিজের নতুন বউয়ের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করলেন৷
কিন্তু এবার বেশ বড় ব্রেকিং সামনে চলে এল৷ শোয়েব মালিক নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে নিজের নতুন বউয়ের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করলেন৷
advertisement
3/10
অফিসিয়ালি নিজের দ্বিতীয়বার বিয়ে করার ঘোষণা করে দিলেন  পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়েছে কিনা তা নিয়ে অবশ্য প্রচুর জল্পনা জারি৷
অফিসিয়ালি নিজের দ্বিতীয়বার বিয়ে করার ঘোষণা করে দিলেন  পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়েছে কিনা তা নিয়ে অবশ্য প্রচুর জল্পনা জারি৷
advertisement
4/10
শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এবং বিয়েটি একটি অনুষ্ঠানের মধ্যেই হয়েছে। ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছেন শোয়েব মালিক নিজেই।
শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এবং বিয়েটি একটি অনুষ্ঠানের মধ্যেই হয়েছে। ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছেন শোয়েব মালিক নিজেই।
advertisement
5/10
সানার দ্বিতীয় বিয়েওসানা জাভেদ, যাকে শোয়েব বিয়ে করেছেন, তাঁরও এটা দ্বিতীয় বিয়ে। সানা জাভেদ, পাকিস্তানের অত্যন্ত পপুলার অভিনেত্রী৷  ২০২০ সালে উমাইর জাসওয়ালকে বিয়ে করেছিলেন৷
সানার দ্বিতীয় বিয়েওসানা জাভেদ, যাকে শোয়েব বিয়ে করেছেন, তাঁরও এটা দ্বিতীয় বিয়ে। সানা জাভেদ, পাকিস্তানের অত্যন্ত পপুলার অভিনেত্রী৷  ২০২০ সালে উমাইর জাসওয়ালকে বিয়ে করেছিলেন৷
advertisement
6/10
তবে বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই তাঁরা দুজনেই তাঁদের  সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একে অপরের ছবি মুছে ফেলেন জানা যায় তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে৷
তবে বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই তাঁরা দুজনেই তাঁদের  সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একে অপরের ছবি মুছে ফেলেন জানা যায় তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে৷
advertisement
7/10
২০১০ সালে সানিয়াকে বিয়ে করেন শোয়েব। এরপর আয়েশা সিদ্দিকী নামের এক মহিলা দাবি করেছিলেন যে তিনি শোয়েবের প্রথম স্ত্রী এবং তাঁকে তালাক না দিয়েই এই বিয়ে!
২০১০ সালে সানিয়াকে বিয়ে করেন শোয়েব। এরপর আয়েশা সিদ্দিকী নামের এক মহিলা দাবি করেছিলেন যে তিনি শোয়েবের প্রথম স্ত্রী এবং তাঁকে তালাক না দিয়েই এই বিয়ে!
advertisement
8/10
সে সময় আয়েশার সঙ্গে কোনও ধরণের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছিলেন শোয়েব। এরপর অবশ্য প্রবল জলঘোলা শুরু হলে আয়েশাকে তালাক দেন। সানিয়াকে বিয়ে করার পর শোয়েব তাঁর প্রথম স্ত্রী আয়েশাকে তালাক দিয়েছিলেন।
সে সময় আয়েশার সঙ্গে কোনও ধরণের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছিলেন শোয়েব। এরপর অবশ্য প্রবল জলঘোলা শুরু হলে আয়েশাকে তালাক দেন। সানিয়াকে বিয়ে করার পর শোয়েব তাঁর প্রথম স্ত্রী আয়েশাকে তালাক দিয়েছিলেন।
advertisement
9/10
তাহলে কী এবারও সেরকম কিছুই করবেন শোয়েব  মালিক, নাকি বিচ্ছেদ হওয়ার পরেই সানিয়া নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে শোয়েবের সব ছবি মুছে ফেলেছিলেন৷
তাহলে কী এবারও সেরকম কিছুই করবেন শোয়েব  মালিক, নাকি বিচ্ছেদ হওয়ার পরেই সানিয়া নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে শোয়েবের সব ছবি মুছে ফেলেছিলেন৷
advertisement
10/10
সানিয়া মির্জাকে বিয়ে করার পর আয়েশাকে ডিভোর্স দিয়েছিলেন আর সানা জাভেদকে বিয়ের আগে কী আদৌ কি ডিভোর্স দিলেন নাকি এটাও লুকিয়েো বিয়ে জল্পনা তুঙ্গে৷
সানিয়া মির্জাকে বিয়ে করার পর আয়েশাকে ডিভোর্স দিয়েছিলেন আর সানা জাভেদকে বিয়ের আগে কী আদৌ কি ডিভোর্স দিলেন নাকি এটাও লুকিয়েো বিয়ে জল্পনা তুঙ্গে৷
advertisement
advertisement
advertisement