হিমাচলের মুখ্যমন্ত্রী বলছেন ১ কোটি টাকা দেবেন, কিন্তু ক্রিকেটারের দাবি আলাদাই ! ফোনে যা কথা হল সুখবিন্দর সিং সুখু আর রেণুকা ঠাকুরের

Last Updated:
Renuka Thakur News: সোমবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ফোনে রেণুকার সঙ্গে কথা বলেন এবং তাঁকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেন।
1/6
দেশ জুড়ে এখন কেবল উচ্ছ্বাসের বন্যা। এত অল্প দিনের ব্যবধানে দু-দুটো বড় জয়, খুশি তো উপচে পড়বেই! খুব বেশি দিন হয়নি এশিয়া কাপে জিতেছে ভারতীয় ক্রিকেট পুরুষ দল, হারিয়েছে আবার পাকিস্তানকে! আর এবার মহিলা দল জিতল আইসিসি বিশ্বকাপ, দেশ যেমন সম্মান জানাচ্ছে, উইমেন ইন ব্লু নিজের নিজের রাজ্য থেকে পাচ্ছেন পুরস্কার।
দেশ জুড়ে এখন কেবল উচ্ছ্বাসের বন্যা। এত অল্প দিনের ব্যবধানে দু-দুটো বড় জয়, খুশি তো উপচে পড়বেই! খুব বেশি দিন হয়নি এশিয়া কাপে জিতেছে ভারতীয় ক্রিকেট পুরুষ দল, হারিয়েছে আবার পাকিস্তানকে! আর এবার মহিলা দল জিতল আইসিসি বিশ্বকাপ, দেশ যেমন সম্মান জানাচ্ছে, উইমেন ইন ব্লু নিজের নিজের রাজ্য থেকে পাচ্ছেন পুরস্কার।
advertisement
2/6
হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু যেমন টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেটার রেণুকা সিং ঠাকুরের সঙ্গে কথা বলেছেন। সিমলার রোহরুর বাসিন্দা রেণুকা ঠাকুর মহিলা বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে খেলেছেন। সোমবার মুখ্যমন্ত্রী ফোনে রেণুকার সঙ্গে কথা বলেন এবং তাঁকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেন।
হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু যেমন টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেটার রেণুকা সিং ঠাকুরের সঙ্গে কথা বলেছেন। সিমলার রোহরুর বাসিন্দা রেণুকা ঠাকুর মহিলা বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে খেলেছেন। সোমবার মুখ্যমন্ত্রী ফোনে রেণুকার সঙ্গে কথা বলেন এবং তাঁকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেন।
advertisement
3/6
মুখ্যমন্ত্রী ফোনে রেণুকাকে বলেন, ‘‘আমি তোমার ম্যাচ দেখছিলাম। তুমি খুব ভাল বোলিং করেছ এবং আফ্রিকান দলের উপর দারুণ চাপ দিয়েছ। তবে, তোমার উপরেও চাপ স্পষ্ট ছিল। আমি তোমার মুখের দিকে তাকিয়ে ছিলাম। তুমি খুব ভাল বোলিং করেছ।’’
মুখ্যমন্ত্রী ফোনে রেণুকাকে বলেন, ‘‘আমি তোমার ম্যাচ দেখছিলাম। তুমি খুব ভাল বোলিং করেছ এবং আফ্রিকান দলের উপর দারুণ চাপ দিয়েছ। তবে, তোমার উপরেও চাপ স্পষ্ট ছিল। আমি তোমার মুখের দিকে তাকিয়ে ছিলাম। তুমি খুব ভাল বোলিং করেছ।’’
advertisement
4/6
এরপর মুখ্যমন্ত্রী রেণুকাকে জানান যে তিনি রাজ্যের জন্য গৌরব বয়ে এনেছেন এবং সরকারের কাছ থেকে এক কোটি টাকা অনুদান পাবেন। সে যতই বিসিসিআইয়ের প্রচুর অর্থ থাক এবং তা একটা ধনী বোর্ড হোক না কেন! মুখ্যমন্ত্রী আরও বলেন যে প্রথমবারের মতো তারা মহিলাদের ক্রিকেটকে বিশ্বমঞ্চে খেলার সুযোগ দিয়েছে। তিনি ম্যাচটি দেখেছেন।
এরপর মুখ্যমন্ত্রী রেণুকাকে জানান যে তিনি রাজ্যের জন্য গৌরব বয়ে এনেছেন এবং সরকারের কাছ থেকে এক কোটি টাকা অনুদান পাবেন। সে যতই বিসিসিআইয়ের প্রচুর অর্থ থাক এবং তা একটা ধনী বোর্ড হোক না কেন! মুখ্যমন্ত্রী আরও বলেন যে প্রথমবারের মতো তারা মহিলাদের ক্রিকেটকে বিশ্বমঞ্চে খেলার সুযোগ দিয়েছে। তিনি ম্যাচটি দেখেছেন।
advertisement
5/6
সেমিফাইনাল ম্যাচের অর্ধেকটা তিনি দেখেছেন, কিন্তু ফাইনাল ম্যাচের অর্ধেকের একটু বেশি দেখেছেন, আর রেণুকা হিমাচলপ্রদেশের জন্য গৌরব বয়ে এনেছেন! ফোনে কথোপকথনের সময় রেণুকার গলার স্বর ভালভাবে যদিও শোনা যায়নি, তবে মুখ্যমন্ত্রীর উত্তর থেকে মনে হচ্ছে রেণুকা মুখ্যমন্ত্রীর কাছে সরকারি চাকরি চেয়েছিলেন। সুখু উত্তর দিয়েছিলেন, ‘‘হ্যাঁ... আমি অবশ্যই এটা করব। তুমি আগে আমার সঙ্গে দেখা করেছ, আর এখন আমি তোমার চাকরির ব্যাপারেও কিছু করব। তোমার আমার সঙ্গে দেখা করা উচিত। আগে খুশি হও। আমার মনে হয় তুমি এখনই ঘুম থেকে উঠেছো। এটা খুবই খুশির বিষয়। ধন্যবাদ।’’
সেমিফাইনাল ম্যাচের অর্ধেকটা তিনি দেখেছেন, কিন্তু ফাইনাল ম্যাচের অর্ধেকের একটু বেশি দেখেছেন, আর রেণুকা হিমাচলপ্রদেশের জন্য গৌরব বয়ে এনেছেন! ফোনে কথোপকথনের সময় রেণুকার গলার স্বর ভালভাবে যদিও শোনা যায়নি, তবে মুখ্যমন্ত্রীর উত্তর থেকে মনে হচ্ছে রেণুকা মুখ্যমন্ত্রীর কাছে সরকারি চাকরি চেয়েছিলেন। সুখু উত্তর দিয়েছিলেন, ‘‘হ্যাঁ... আমি অবশ্যই এটা করব। তুমি আগে আমার সঙ্গে দেখা করেছ, আর এখন আমি তোমার চাকরির ব্যাপারেও কিছু করব। তোমার আমার সঙ্গে দেখা করা উচিত। আগে খুশি হও। আমার মনে হয় তুমি এখনই ঘুম থেকে উঠেছো। এটা খুবই খুশির বিষয়। ধন্যবাদ।’’
advertisement
6/6
এদিকে, রেণুর মা সুনীতাও নিউজ18-কে জানিয়েছেন যে সরকারের উচিত তাঁর মেয়েকে সরকারি চাকরি দেওয়া। রেণুকা ঠাকুর হিমাচলপ্রদেশের রোহরুর পারসা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তাঁর মেয়ে তা পূরণ করেছে। উল্লেখ্য, হিমাচলপ্রদেশ থেকে এর আগে সুষমা বর্ণ, থিওগের তুঞ্জা কানওয়ার এবং হরলিন দেওলের মতো প্রতিভাময়ীরা ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। হরলিন অবশ্য হিমাচলের বাসিন্দা নন, তিনি হিমাচল দলের হয়ে খেলেন।
এদিকে, রেণুর মা সুনীতাও নিউজ18-কে জানিয়েছেন যে সরকারের উচিত তাঁর মেয়েকে সরকারি চাকরি দেওয়া। রেণুকা ঠাকুর হিমাচলপ্রদেশের রোহরুর পারসা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তাঁর মেয়ে তা পূরণ করেছে। উল্লেখ্য, হিমাচলপ্রদেশ থেকে এর আগে সুষমা বর্ণ, থিওগের তুঞ্জা কানওয়ার এবং হরলিন দেওলের মতো প্রতিভাময়ীরা ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। হরলিন অবশ্য হিমাচলের বাসিন্দা নন, তিনি হিমাচল দলের হয়ে খেলেন।
advertisement
advertisement
advertisement