Sourav Ganguly: ডিনারে বাঙালি মেন্যু! কী নিয়ে হল আড্ডা? মহারাজের 'দরবারে' আতিথিয়তায় আপ্লুত সারা

Last Updated:
Sourav Ganguly: সব ঠিকঠাকই ছিল শুধু অপেক্ষা ছিল অতিথিদের আসার। বৃহস্পতিবার রাতে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ সারলেন সারা আলি খান ও আদিত্য রায় কাপুর।
1/6
সব ঠিকঠাকই ছিল শুধু অপেক্ষা ছিল অতিথিদের আসার। বৃহস্পতিবার রাতে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ সারলেন সারা আলি খান ও আদিত্য রায় কাপুর।
সব ঠিকঠাকই ছিল শুধু অপেক্ষা ছিল অতিথিদের আসার। বৃহস্পতিবার রাতে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ সারলেন সারা আলি খান ও আদিত্য রায় কাপুর।
advertisement
2/6
প্রথমে নিজেদের অভিনীত নতুন সিনেমার প্রমোশন নিয়ে সিএবি পরিচালিত বেঙ্গল টি-টোয়েন্টি লিগের ম্যাচে উপস্থিত ছিলেন দুই বলিউড তারকা। সেখানে তাদের সংবর্ধিত করা হয়।
প্রথমে নিজেদের অভিনীত নতুন সিনেমার প্রমোশন নিয়ে সিএবি পরিচালিত বেঙ্গল টি-টোয়েন্টি লিগের ম্যাচে উপস্থিত ছিলেন দুই বলিউড তারকা। সেখানে তাদের সংবর্ধিত করা হয়।
advertisement
3/6
বৃহস্পতিবার রাতে সৌরভের বাড়িতে যান সারা আলি খান ও আদিত্য রায় কাপুর। গঙ্গোপাধ্যায় পরিবারের তরফ থেকে তাদের আপ্যায়ণে কোনওরকম ত্রুটি রাখা হয়নি।
বৃহস্পতিবার রাতে সৌরভের বাড়িতে যান সারা আলি খান ও আদিত্য রায় কাপুর। গঙ্গোপাধ্যায় পরিবারের তরফ থেকে তাদের আপ্যায়ণে কোনওরকম ত্রুটি রাখা হয়নি।
advertisement
4/6
সৌরভের বাড়ি থেকে ডিনার করে বেরোনোর সময় কথা বললেন সারা আলি খান ও আদিত্য রায় কাপুর। আলু পোস্ত, মাছ, আম, দই, মিষ্টি বাঙালি মেন্যু ছিল ডিনারে।
সৌরভের বাড়ি থেকে ডিনার করে বেরোনোর সময় কথা বললেন সারা আলি খান ও আদিত্য রায় কাপুর। আলু পোস্ত, মাছ, আম, দই, মিষ্টি বাঙালি মেন্যু ছিল ডিনারে।
advertisement
5/6
আলু পোস্ত পছন্দ হয়েছে সারা আলী খানের। সৌরভের সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক মনসুর আলী খান পতৌদি ও শর্মিলা ঠাকুর প্রসঙ্গে গল্প হয়। জমিয়ে গল্প করেন তারা। আতিথিয়তায় খুশি সারা ও আদিত্য।
[caption id="attachment_2226417" align="alignnone" width="1200"] আলু পোস্ত পছন্দ হয়েছে সারা আলী খানের। সৌরভের সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক মনসুর আলী খান পতৌদি ও শর্মিলা ঠাকুর প্রসঙ্গে গল্প হয়। জমিয়ে গল্প করেন তারা। আতিথিয়তায় খুশি সারা ও আদিত্য।
[/caption]
advertisement
6/6
সারা তাঁর দাদুর প্রেম কাহিনি নিয়েও সৌরভ গল্প শুনিয়েছেন বলে জানিয়েছেন সারা। একইসঙ্গে দাদার বায়োপিকে যদি কাস্ট করা হয় তার জন্য তৈরি বলেও জানিয়েছেন সারা। তবে পুরোটাই মজার ছলে।
সারা তাঁর দাদুর প্রেম কাহিনি নিয়েও সৌরভ গল্প শুনিয়েছেন বলে জানিয়েছেন সারা। একইসঙ্গে দাদার বায়োপিকে যদি কাস্ট করা হয় তার জন্য তৈরি বলেও জানিয়েছেন সারা। তবে পুরোটাই মজার ছলে।
advertisement
advertisement
advertisement