'আমার প্রাইভেট পার্টে...'! ক্রিকেটার পৃথ্বী শ-এর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ সেই মহিলার

Last Updated:
Sapna Gill accuses cricketer Prithvi Shaw of assaulting and touching her private parts: 'পৃথ্বী শ আমার প্রাইভেট পার্টে...।' ভয়ঙ্কর অভিযোগ ভারতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে।
1/6
এবার স্বপ্না গিলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করলেন মডেল-অভিনেত্রী স্বপ্না গিল। কিছুদিন আগেই একটি ক্যাফের বাইরে বচসায় জড়িয়েছিলেন স্বপ্না ও পৃথ্বী।
এবার স্বপ্না গিলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করলেন মডেল-অভিনেত্রী স্বপ্না গিল। কিছুদিন আগেই একটি ক্যাফের বাইরে বচসায় জড়িয়েছিলেন স্বপ্না ও পৃথ্বী।
advertisement
2/6
এবার স্বপ্না গিল 154, 326A, 326B, 354, 354B, 370, 370A, 376DB, 376E, 509 ধারায় অভিযোগ দায়ের করেছেন পৃথ্বীর বিরুদ্ধে। গত সপ্তাহে, একটি হোটেলে সেলফি তোলা নিয়ে বিবাদ হয় পৃথ্বী ও স্বপ্নার। গত সোমবার ম্যাজিস্ট্রেট আদালত গিলকে জামিন দেয়।
এবার স্বপ্না গিল 154, 326A, 326B, 354, 354B, 370, 370A, 376DB, 376E, 509 ধারায় অভিযোগ দায়ের করেছেন পৃথ্বীর বিরুদ্ধে। গত সপ্তাহে, একটি হোটেলে সেলফি তোলা নিয়ে বিবাদ হয় পৃথ্বী ও স্বপ্নার। গত সোমবার ম্যাজিস্ট্রেট আদালত গিলকে জামিন দেয়।
advertisement
3/6
জামিনের পরই এবার পৃথ্বীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করলেন স্বপ্না। তিনি দাবি করেন, পৃথ্বীর কাছে তাঁরা সেলফির দাবি করেননি। এমনকী তিনি তাঁর বন্ধুদের সঙ্গে আনন্দ করছিলেন। সেই সময় ভিডিও শুট চলছিল। তখনই পৃথ্বী তাঁদের উপর চড়়াও হন।
জামিনের পরই এবার পৃথ্বীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করলেন স্বপ্না। তিনি দাবি করেন, পৃথ্বীর কাছে তাঁরা সেলফির দাবি করেননি। এমনকী তিনি তাঁর বন্ধুদের সঙ্গে আনন্দ করছিলেন। সেই সময় ভিডিও শুট চলছিল। তখনই পৃথ্বী তাঁদের উপর চড়়াও হন।
advertisement
4/6
স্বপ্না দাবি করেছেন, তিনি যখন তাঁর বন্ধুদের বাঁচাতে যান তখন পৃথ্বী তাঁর প্রাইভেট পার্টে হাত দেওয়ার চেষ্টা করেন।
স্বপ্না দাবি করেছেন, তিনি যখন তাঁর বন্ধুদের বাঁচাতে যান তখন পৃথ্বী তাঁর প্রাইভেট পার্টে হাত দেওয়ার চেষ্টা করেন।
advertisement
5/6
ANI-কে স্বপ্না বলেছেন, পৃথ্বী আমাদের বেসবল ব্যাট দিয়ে মারতে শুরু করে। আমি আমার বন্ধুদের বাঁচানোর চেষ্টা করছিলাম। তখন ও আমার প্রাইভেট পার্টে হাত দেওয়ার চেষ্টা করে। ও আমাদের গায়ে হাত তোলে, গালি দিতে থাকে ক্রমাগত।
ANI-কে স্বপ্না বলেছেন, পৃথ্বী আমাদের বেসবল ব্যাট দিয়ে মারতে শুরু করে। আমি আমার বন্ধুদের বাঁচানোর চেষ্টা করছিলাম। তখন ও আমার প্রাইভেট পার্টে হাত দেওয়ার চেষ্টা করে। ও আমাদের গায়ে হাত তোলে, গালি দিতে থাকে ক্রমাগত।
advertisement
6/6
মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার একটি হোটেলের বাইরে বচসায় জড়ান পৃথ্বী ও স্বপ্না। তার পরই পৃথ্বীর অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে স্বপ্নাকে। তবে তিনি জামিন পেয়েছেন।
মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার একটি হোটেলের বাইরে বচসায় জড়ান পৃথ্বী ও স্বপ্না। তার পরই পৃথ্বীর অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে স্বপ্নাকে। তবে তিনি জামিন পেয়েছেন।
advertisement
advertisement
advertisement