ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে খারাপ ফর্মের কারণে বেশ সমালোচনার মুখে পড়েছেন। মনে করা হচ্ছে, এই দুই ক্রিকেটারের টেস্ট কেরিয়ার এখন শেষের পথে। আসন্ন সিরিজে তাঁদের সুযোগ পাওয়া কঠিন। এদিকে, ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার বলেছেন, পূজারার মধ্যে এখনও ক্রিকেট বাকি আছে। তবে রাহানে তাঁর পরিকল্পনার বাইরে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের তিনটি ম্যাচই খেলেছেন অজিঙ্ক রাহানে। তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র একটি হাফ সেঞ্চুরি। সিরিজের ৬ ইনিংসে মাত্র ১৩৬ রান করেন রাহানে। জোহানেসবার্গে খেলা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি ৫৮ রান করেন। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে তিনি ৪৮ রান করেছিলেন। এছাড়া বিশেষ কিছু করতে না পেরে সমালোচকদের নিশানায় পড়েন তিনি।
ভারতীয় দল এখন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে। তার পর সিরিজ শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই সিরিজে অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারার টেস্ট দলে জায়গা পাওয়ার সম্ভাবনা কম। গত দুই বছর ধরে খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছে এই জুটি। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে সহ-অধিনায়কের পদও হারান রাহানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে সুযোগ দেওয়া হতে পারে শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারী ও শুভমান গিলকে।
রাহানেকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেছেন সঞ্জয় মাঞ্জরেকর। তিনি বলেছেন, বিরাটও এমন একজন ব্যাটার যিনি সেঞ্চুরি করতে লড়াই করছেন। তবে সত্যিই ভাল ব্যাটিং করছেন বিরাট। তিনি বলেন, 'আমি বলব, এটা রাহানের শেষ ম্যাচ ছিল (কেপটাউনে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের তৃতীয় টেস্ট)। অবাক হওয়ার কিছু নেই। অজিঙ্কা রাহানে দীর্ঘদিন রান পাচ্ছেন না। এবার ওকে বসিয়ে দেওয়া হলে অবাক হওয়ার মতো কিছু নেই।
পূজারাকে সমর্থন করেছেন সঞ্জয় মাঞ্জরেকর। তিনি বলেন, 'পূজারাকে নিয়ে ভাবার কিছু নেই।, তিনি ১০০ টেস্ট ম্যাচের কাছাকাছি আছেন। তাঁকে আউট করতে নির্বাচকদের একটু ভাবতে হবে। রাহানের চেয়ে পূজারার জন্য ব্যক্তিগতভাবে আমার সমর্থন আছে। আমি মনে করি পূজারার মধ্যে খেলা বাকি আছে। কিন্তু রাহানেকে নিয়ে আর গ্যারান্টি দিতে পারছি না। আমি যদি নির্বাচক হতাম, তা হলে দুবছর আগে রাহানেকে বাদ দিতাম।