Sania Mirza Relationship: সানিয়ার সঙ্গে আজাহারউদ্দিনের সম্পর্ক কী? নেটদুনিয়ায় তোলপাড়

Last Updated:
Sania Mirza- Mohammad Azaharuddin: ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের জীবন বরাবরই রঙিন। ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় চরিত্র হল আজহারউদ্দিন।
1/11
বিয়ে ভেঙেছে সানিয়া মির্জার৷ তাঁর প্রাক্তন স্বামী শোয়েব মালিকের বিয়ে নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে৷ প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন সানিয়া৷ তারকা দম্পতির বিয়ে ভাঙার খবর নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল৷ শোয়েবের বিয়ের খবরে হুলস্থূল পড়ে যায়৷
বিয়ে ভেঙেছে সানিয়া মির্জার৷ তাঁর প্রাক্তন স্বামী শোয়েব মালিকের বিয়ে নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে৷ প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন সানিয়া৷ তারকা দম্পতির বিয়ে ভাঙার খবর নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল৷ শোয়েবের বিয়ের খবরে হুলস্থূল পড়ে যায়৷
advertisement
2/11
সানিয়ার পরিবারের তরফে জানানো হয়েছে, বেশ কয়েক মাস আগেই ডিভোর্স হয়েছিল। তবে সানিয়া ব্যক্তিগত ব্যাপার প্রকাশ্যে আনতে চাননি। তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যে সানিয়াকে মুখ খুলতেই হত। শোনা যাচ্ছে, শোয়েবের বিবাহ বহির্ভূত সম্পর্কে অতিষ্ঠ হয়েছিলেন সানিয়া।
সানিয়ার পরিবারের তরফে জানানো হয়েছে, বেশ কয়েক মাস আগেই ডিভোর্স হয়েছিল। তবে সানিয়া ব্যক্তিগত ব্যাপার প্রকাশ্যে আনতে চাননি। তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যে সানিয়াকে মুখ খুলতেই হত। শোনা যাচ্ছে, শোয়েবের বিবাহ বহির্ভূত সম্পর্কে অতিষ্ঠ হয়েছিলেন সানিয়া।
advertisement
3/11
সানিয়া মির্জার সংসার আপাতত তাঁর ছেলেকে নিয়ে৷ যদিও ছেলে বড় করার দায়িত্ব থাকবে শোয়েবের কাছেও৷
সানিয়া মির্জার সংসার আপাতত তাঁর ছেলেকে নিয়ে৷ যদিও ছেলে বড় করার দায়িত্ব থাকবে শোয়েবের কাছেও৷
advertisement
4/11
টেনিস খেলা থেকে তিনি এখন এনেক দূরে৷ হায়দরাবাদ এবং দুবাইয়ে রয়েছে তাঁর ট্রেনিং অ্যাকাডেমি৷ হায়দরাবাদের মেয়ে সানিয়ার সঙ্গে পারিবারিক সূত্রে সম্পর্ক রয়েছে মহম্মদ আজাহারউদ্দিনের৷
টেনিস খেলা থেকে তিনি এখন এনেক দূরে৷ হায়দরাবাদ এবং দুবাইয়ে রয়েছে তাঁর ট্রেনিং অ্যাকাডেমি৷ হায়দরাবাদের মেয়ে সানিয়ার সঙ্গে পারিবারিক সূত্রে সম্পর্ক রয়েছে মহম্মদ আজাহারউদ্দিনের৷
advertisement
5/11
ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের জীবন বরাবরই রঙিন। ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় চরিত্র হল আজহারউদ্দিন। গত বছরই ৬০-এ পা দিয়েছেন ক্রিকেট দুনিয়ার তাবড় তারকা৷ মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রে থাকেন তিনি৷
ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের জীবন বরাবরই রঙিন। ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় চরিত্র হল আজহারউদ্দিন। গত বছরই ৬০-এ পা দিয়েছেন ক্রিকেট দুনিয়ার তাবড় তারকা৷ মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রে থাকেন তিনি৷
advertisement
6/11
তবে সানিয়ার সঙ্গে আজাহারউদ্দিনের সম্পর্ক কী? দু’জনেই হায়দরাবাদের বাসিন্দা এবং দু’জনেই খেলার সঙ্গে যুক্ত৷ এছাড়াও তাঁরা আত্মীয়৷
তবে সানিয়ার সঙ্গে আজাহারউদ্দিনের সম্পর্ক কী? দু’জনেই হায়দরাবাদের বাসিন্দা এবং দু’জনেই খেলার সঙ্গে যুক্ত৷ এছাড়াও তাঁরা আত্মীয়৷
advertisement
7/11
সানিয়া মির্জার বোন আনম মির্জার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন মহম্মদ আজাহারউদ্দিনের ছেলে আসাদ। সানিয়ার থেকে সাত বছরের ছোট আনম। পেশায় ফ্যাশন ডিজাইনার।
সানিয়া মির্জার বোন আনম মির্জার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন মহম্মদ আজাহারউদ্দিনের ছেলে আসাদ। সানিয়ার থেকে সাত বছরের ছোট আনম। পেশায় ফ্যাশন ডিজাইনার।
advertisement
8/11
এটি আনামের দ্বিতীয় বিয়ে৷ ২০১৬তে আকবর রশিদের সঙ্গে বিয়ে হয় আনমের৷ তবে সে বিয়ে বেশিদিন টেকেনি৷ ডিভোর্সের পর আজাহার পুত্র আসাদের সঙ্গে বিয়ে হয় আনমের৷
এটি আনামের দ্বিতীয় বিয়ে৷ ২০১৬তে আকবর রশিদের সঙ্গে বিয়ে হয় আনমের৷ তবে সে বিয়ে বেশিদিন টেকেনি৷ ডিভোর্সের পর আজাহার পুত্র আসাদের সঙ্গে বিয়ে হয় আনমের৷
advertisement
9/11
সানিয়া মির্জার বিভিন্ন ইভেন্টের সঙ্গেও যুক্ত থাকেন আনম মির্জা।
সানিয়া মির্জার বিভিন্ন ইভেন্টের সঙ্গেও যুক্ত থাকেন আনম মির্জা।
advertisement
10/11
আনম ও আসাদের ঘরে কন্যা সন্তানও রয়েছে৷
আনম ও আসাদের ঘরে কন্যা সন্তানও রয়েছে৷
advertisement
11/11
সানিয়ার বোনের শ্বশুর হলেন মহম্মদ আজাহরউদ্দিন৷ মির্জা পরিবারের সঙ্গে আজাহরউদ্দিন পরিবারের সম্পর্ক খুব ভাল
সানিয়ার বোনের শ্বশুর হলেন মহম্মদ আজাহরউদ্দিন৷ মির্জা পরিবারের সঙ্গে আজাহরউদ্দিন পরিবারের সম্পর্ক খুব ভাল
advertisement
advertisement
advertisement