Sania Mirza Love Life: সানিয়াকে অন্ধকারে রেখেই কি শোয়েবের বিয়ে, বিয়ের আগে সানিয়ার প্রেম জমেছিল কাদের সঙ্গে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sania Mirza Love Life: শোয়েব মালিক যখন সানিয়ার ঘর ভেঙেছে তখন ফের একবার শিরোনামে সানিয়ার লাভ লাইফ৷
: সানিয়া মির্জা নামটা শুনলেই এক সময়ে কোটি কোটি পুরুষ হৃদয়ে দোলা দিয়েছিলেন৷ সকলের হৃদয় ভেঙে তিনি ঘর বেঁধেছিলেন শোয়েব মালিকের সঙ্গে৷ এমনকি তাঁর ছোটবেলার বন্ধু শোহরাব মির্জার সঙ্গে বাগদানের পরেও তিনি বিয়ে করেননি৷ আর তাই শোয়েব মালিক যখন সানিয়ার ঘর ভেঙেছে তখন ফের একবার শিরোনামে সানিয়ার লাভ লাইফ৷
advertisement
advertisement
advertisement
advertisement
শোয়েব মালিককে বিয়ে করার আগে, সানিয়া মির্জার বলিউড অভিনেতা শহিদ কাপুরের সঙ্গেও প্রেমের গল্প বাজারে ছড়়িয়েছিল৷ এতে নাকি টেনিস সুন্দরীর দিক থেকে বেশি প্রেমের আগ্রহ ছিল বলে খবর শোনা যেত৷ করণ জোহরের টক শো কফি উইথ করণে সানিয়া ও শোয়েব একসঙ্গে আসার পর গুজব ছিল যে তিনি এবং শাহিদ ডেটিং করছেন। বলিউড অভিনেতা অবশ্য এ নিয়ে কোনও দিন মুখ খোলেননি৷
advertisement
advertisement
advertisement