Arjun Tendulkar Marriage : সচিনের বাড়িতে বিয়ের সানাই, বাড়িতে আসছে নতুন বউ, আর দেরি নেই! তারিখও জানাজানি হয়ে গেল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Arjun Tendulkar : মুম্বইয়ের নামজাদা ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দোক। সানিয়াও সফল ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই তেন্ডুলকার পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। আর এবার অর্জুনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি।
advertisement
advertisement
advertisement
advertisement
মুম্বইয়ের ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি এবং গৌরব ঘাইয়ের মেয়ে সানিয়া চন্দোক হলেন অর্জুন তেন্ডুলকারের ছোটবেলার বন্ধু। সানিয়া লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। স্নাতক শেষ করার পর, তিনি ভারতে ক্রমবর্ধমান পোষা প্রাণীর ব্যবসায় অনেক সুযোগ দেখতে পান, তাই তিনি মিস্টার পজ প্রতিষ্ঠা করেন।
advertisement









