রোহিত শর্মা কেকেআরে! বড় ঘোষণা হয়ে গেল, আজ থেকে দিন গোনা শুরু কলকাতার!

Last Updated:
Rohit Sharma in kkr, Wasim Akram claims: এমনিতেই গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, মুম্বইয়ের হয়ে এবারই শেষ আইপিএল খেললেন রোহিত শর্মা। এবার কি সেই কথাই সত্যি হয়ে যাবে! তা নিয়ে জল্পনা শুরু হয়েছে আবার। ওয়াসিম আক্রম যা ঘোষণা করলেন তাতে কেকেআর সমর্থকদের আনন্দের সীমা থাকবে না।
1/7
মুম্বই ইন্ডিয়ান্সের এবারের মতো আইপিএল থেকে ছুটি। মুম্বই ফ্র্যাঞ্চাইজি কর্তাদের অধিনায়ক বদলের সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরল। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে জঘন্য পারফর্ম করেছে এমআই। আর তারই মধ্যে বড় সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
মুম্বই ইন্ডিয়ান্সের এবারের মতো আইপিএল থেকে ছুটি। মুম্বই ফ্র্যাঞ্চাইজি কর্তাদের অধিনায়ক বদলের সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরল। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে জঘন্য পারফর্ম করেছে এমআই। আর তারই মধ্যে বড় সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
advertisement
2/7
আইপিএলের মাঝে শোনা গিয়েছিল, পরেরবার কেকেআরের জার্সিতে খেলতে পারেন রোহিত শর্মা। যদিও হিটম্যান এই নিয়ে কখনও কোনও আভাস দেননি। তবে তিনি যে মুম্বইতে আর সুখে নেই, তা হাবভাবে বুঝিয়ে দিয়েছেন।
আইপিএলের মাঝে শোনা গিয়েছিল, পরেরবার কেকেআরের জার্সিতে খেলতে পারেন রোহিত শর্মা। যদিও হিটম্যান এই নিয়ে কখনও কোনও আভাস দেননি। তবে তিনি যে মুম্বইতে আর সুখে নেই, তা হাবভাবে বুঝিয়ে দিয়েছেন।
advertisement
3/7
আর এবার কেকেআরের প্রাক্তন বোলিং কোচ ওয়াসিম আক্রম ঘোষণা করে দিলেন, পরিস্থিতি যা তাতে পরেরবার তিনি রোহিত শর্মাকে কেকেআরে দেখতে পাচ্ছেন।
আর এবার কেকেআরের প্রাক্তন বোলিং কোচ ওয়াসিম আক্রম ঘোষণা করে দিলেন, পরিস্থিতি যা তাতে পরেরবার তিনি রোহিত শর্মাকে কেকেআরে দেখতে পাচ্ছেন।
advertisement
4/7
আক্রম বলেছেন, ভাবুন তো, এই টিমটার মেন্টর গৌতম গম্ভীর, ক্যাপ্টেন শ্রেয়স, আর ওপেনার রোহিত শর্মা। কেকেআরের ব্যাটিং লাইন কতটা শক্তিশালী হয়ে যাবে!
আক্রম বলেছেন, ভাবুন তো, এই টিমটার মেন্টর গৌতম গম্ভীর, ক্যাপ্টেন শ্রেয়স, আর ওপেনার রোহিত শর্মা। কেকেআরের ব্যাটিং লাইন কতটা শক্তিশালী হয়ে যাবে!
advertisement
5/7
এমনিতেই গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, মুম্বইয়ের হয়ে এবারই শেষ আইপিএল খেললেন রোহিত শর্মা। এবার কি সেই কথাই সত্যি হয়ে যাবে! তা নিয়ে জল্পনা শুরু হয়েছে আবার।
এমনিতেই গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, মুম্বইয়ের হয়ে এবারই শেষ আইপিএল খেললেন রোহিত শর্মা। এবার কি সেই কথাই সত্যি হয়ে যাবে! তা নিয়ে জল্পনা শুরু হয়েছে আবার।
advertisement
6/7
চলতি আইপিএলে রোহিত এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন। ৩০ গড় তাঁর। ১৫২.৭৭ স্ট্রাইক রেট। ৩৩০ রান। চলতি মরশুমে রোহিত শর্মা একটি সেঞ্চুরি করেছেন।
চলতি আইপিএলে রোহিত এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন। ৩০ গড় তাঁর। ১৫২.৭৭ স্ট্রাইক রেট। ৩৩০ রান। চলতি মরশুমে রোহিত শর্মা একটি সেঞ্চুরি করেছেন।
advertisement
7/7
আক্রম তো প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন, পরেরবার আর রোহিত মুম্বইতে খেলবে না। আমি ওকে কেকেআরে দেখতে পাচ্ছি। আর সবাই জানে, ইডেন রোহিতের পয়া মাঠ।
আক্রম তো প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন, পরেরবার আর রোহিত মুম্বইতে খেলবে না। আমি ওকে কেকেআরে দেখতে পাচ্ছি। আর সবাই জানে, ইডেন রোহিতের পয়া মাঠ।
advertisement
advertisement
advertisement