Ravindra Jadeja: ‘‘শাশুড়ির কথায় ওঠে-বসে, বউমা আমার ছেলের মাথাটা খেয়েছে’’, রিবাভাকে নিয়ে তোপ জাদেজার বাবার, ছেলেও কম নয়, করলেন এই কাজ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ravindra Jadeja: ছেলের বউকে নিয়ে ভয়ানক ক্ষোভ রবীন্দ্র জাদেজার বাবা-র , ছেলে বললেন সবই সাজানো চিত্রনাট্যে অভিনয়!
advertisement
advertisement
advertisement
দিব্যা ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধ জাদেজা বলেছেন, '‘সত্যি বলতে কি, রবি বা তার স্ত্রী রিভাবা জাদেজার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমরা একে অপরকে ডাকি না। ১০ বছর ধরে আমি আমার নাতির মুখও দেখিনি। এর চেয়ে ছেলের বিয়ে না হলে ভাল হত। আজ আমাদের এই অবস্থা হতো না।'’ জাদেজার বাবা অত্যন্ত আক্ষেপ করে বলেছেন পুরনো দিনগুলির কথা মনে করে বলেন, কীভাবে তিনি প্রহরী হিসেবে কাজ করে তাঁর ছেলেকে ক্রিকেটার বানিয়েছিলেন৷
advertisement
শাশুড়িকে নিয়ে বড় কথা বললেন রবীন্দ্র জাদেজার বাবারবীন্দ্র জাদেজার বাবা তাঁর ছেলে এবং পুত্রবধূর থেকে আলাদা থাকেন৷ জামনগরে ২ বিএইচকে ফ্ল্যাটে থাকেন তিনি।অনিরুদ্ধ জাদেজা তাঁর পুত্রবধূর মা সম্পর্কে বলেছিলেন যে তিনি এখানেই থাকেন। জাদেজার বাবার অভিযোগ রবীন্দ্রের শাশুড়ি প্রবল প্রতাপশালী মহিলা৷ তিনিই সবেতে মাথা গলান এবং হস্তক্ষেপ করেন৷
advertisement
advertisement
advertisement
ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন জাদেজাচোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে চলা ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে। তৃতীয় টেস্ট ম্যাচের জন্য দলে ফিরতে পারেন জাদেজা।