RCB vs CSK: ক্যাপ্টেন ধোনিতেও রক্ষা হল না! চারবারের আইপিএল চ্যাম্পিয়নদের প্লে-অফের আশা শেষ

Last Updated:
RCB vs CSK: সাতটি ম্যাচে হার। ধোনির দলের প্লে-অফে খেলার সব আশা প্রায় শেষ।
1/6
আইপিএলের মাঝেই দিদির মৃত্যুর খবর পেয়েছিলেন। ভেঙে পড়েছিলেন হর্ষল প্যাটেল। সেই তিনিই আরসিবির জার্সিতে আবার মারকাটারি পারফর্ম করলেন। সিএসকের বিরুদ্ধে পেলেন তিন উইকেট{
আইপিএলের মাঝেই দিদির মৃত্যুর খবর পেয়েছিলেন। ভেঙে পড়েছিলেন হর্ষল প্যাটেল। সেই তিনিই আরসিবির জার্সিতে আবার মারকাটারি পারফর্ম করলেন। সিএসকের বিরুদ্ধে পেলেন তিন উইকেট{
advertisement
2/6
সিএসকের বিরুদ্ধে ১৩ রানে জিতল আরসিবি। সেইসঙ্গে প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রাখল ফাফ ডুপ্লেসির দল।
সিএসকের বিরুদ্ধে ১৩ রানে জিতল আরসিবি। সেইসঙ্গে প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রাখল ফাফ ডুপ্লেসির দল।
advertisement
3/6
বিরাট কোহলি এদিন ৩৩ বল খেলে করলেন ৩০ রান। এতটা স্লো খেলার জন্য তাঁকে সমালোচনা হজম করতে হল। প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল আট উইকেটে ১৭৩।
বিরাট কোহলি এদিন ৩৩ বল খেলে করলেন ৩০ রান। এতটা স্লো খেলার জন্য তাঁকে সমালোচনা হজম করতে হল। প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল আট উইকেটে ১৭৩।
advertisement
4/6
গ্লেন ম্যাক্সওয়েল এদিন রান পাননি। তবে চার ওভার বোলিং করে ২২ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন।
গ্লেন ম্যাক্সওয়েল এদিন রান পাননি। তবে চার ওভার বোলিং করে ২২ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন।
advertisement
5/6
বিরাট কোহলি এখনও বড় ইনিংস খেলতে পারছেন না। ফর্মে ফিরছেন। তবে এদিন মঈন আলির বলে বোল্ড হয়ে বড় রান করার সুযোগ হাতছাড়া করেন।
বিরাট কোহলি এখনও বড় ইনিংস খেলতে পারছেন না। ফর্মে ফিরছেন। তবে এদিন মঈন আলির বলে বোল্ড হয়ে বড় রান করার সুযোগ হাতছাড়া করেন।
advertisement
6/6
এদিন ফাফ ডুপ্লেসির আরসিবির কাছে হারের পর ধোনির চেন্নাই সুপার কিংসের আর প্লে-অফে খেলার সম্ভাবনা রইল না। সাতটি ম্যাচ হেরে তাদের কার্যত সব আশা শেষ।
এদিন ফাফ ডুপ্লেসির আরসিবির কাছে হারের পর ধোনির চেন্নাই সুপার কিংসের আর প্লে-অফে খেলার সম্ভাবনা রইল না। সাতটি ম্যাচ হেরে তাদের কার্যত সব আশা শেষ।
advertisement
advertisement
advertisement