RCB vs CSK: ফিরে এল সেই পুরনো চেন্নাই সুপার কিংস, জাদেজাদের সামনে দাঁড়াতে পারল না আরসিবি

Last Updated:
RCB vs CSK: দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সিএসকে ফিরল আগের রূপে।
1/5
একের পর এক ম্যাচে ব্যর্থ। জাতীয় দলের পর এবার আইপিএলেও রান পাচ্ছেন না বিরাট কোহলি। এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে করলেন মাত্র এক রান।
একের পর এক ম্যাচে ব্যর্থ। জাতীয় দলের পর এবার আইপিএলেও রান পাচ্ছেন না বিরাট কোহলি। এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে করলেন মাত্র এক রান।
advertisement
2/5
মহেশ ঠিকসানা ও রবীন্দ্র জাদেজা নাজেহাল করে ছাড়লেন অরসিবির ব্যাটারদের। মহেশ পেলেন চার উইকেট। জাদেজা তিনটি।
মহেশ ঠিকসানা ও রবীন্দ্র জাদেজা নাজেহাল করে ছাড়লেন অরসিবির ব্যাটারদের। মহেশ পেলেন চার উইকেট। জাদেজা তিনটি।
advertisement
3/5
প্রথমে ব্যাট করে সিএসকে তোলে ২১৬ রাান। রবীন উথাপ্পা ৫০ বলে ৮৮। শিবম দুবে ৪৬ বলে ৯৫।
প্রথমে ব্যাট করে সিএসকে তোলে ২১৬ রাান। রবীন উথাপ্পা ৫০ বলে ৮৮। শিবম দুবে ৪৬ বলে ৯৫।
advertisement
4/5
আইপিএলে একটানা হারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল সিএসকের। এদিনের জয় যেন আবার পুরনো সিএসকে-কে ফিরিয়ে আনল।
আইপিএলে একটানা হারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল সিএসকের। এদিনের জয় যেন আবার পুরনো সিএসকে-কে ফিরিয়ে আনল।
advertisement
5/5
শিবম দুবে ও রবীন উথাপ্পা যেন এদিন আরসিবির বোলারদের শাসন করলেন। দুজনে মিলে মোট ১৭টি ছক্কা মারলেন।
শিবম দুবে ও রবীন উথাপ্পা যেন এদিন আরসিবির বোলারদের শাসন করলেন। দুজনে মিলে মোট ১৭টি ছক্কা মারলেন।
advertisement
advertisement
advertisement