আইপিএলে এবার সেরা দল আরসিবি-র! দেখে নিন টিম, বেঙ্গালুরু ২০২৫-এ চ্যাম্পিয়ন!

Last Updated:
RCB Team Ipl 2025- এবার আরসিবি কর্তারা অনেক সমঝে-বুঝে দল গড়েছেন। বিশেষ করে এবার আরসিবির বোলিং বিভাগ বেশ শক্তিশালী। সেখানে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল থাকছে।
1/6
এত ভাল টিম হয়তো এবার আর কোনও আইপিএল দলের হয়নি। বিরাট কোহলির আরসিবি এবার দুরন্ত টিম তৈরি করেছে। অনেকে বলছেন, এবার আরসিবিকে ঠেকায় কে!
এত ভাল টিম হয়তো এবার আর কোনও আইপিএল দলের হয়নি। বিরাট কোহলির আরসিবি এবার দুরন্ত টিম তৈরি করেছে। অনেকে বলছেন, এবার আরসিবিকে ঠেকায় কে!
advertisement
2/6
প্রতি বছরই অবশ্য আরসিবি দুরন্ত টিম গড়ে। তবে প্রায় প্রতি বছরই ব্যালান্সড টিম গড়তে পারে না তারা। কারণ বোলিং বিভাগে খামতি থেকে যায়। আর তার ফল ভুগতে হয় দলকে।
প্রতি বছরই অবশ্য আরসিবি দুরন্ত টিম গড়ে। তবে প্রায় প্রতি বছরই ব্যালান্সড টিম গড়তে পারে না তারা। কারণ বোলিং বিভাগে খামতি থেকে যায়। আর তার ফল ভুগতে হয় দলকে।
advertisement
3/6
নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যাঁদের কিনেছে এবার-বিরাট কোহলি, রজত পাতিদার, যশ দয়াল, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, জিতেশ শর্মা, জোশ হ্যাজেলউড, রাসিখ দার সালাম, সুয়শ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, নুয়ান থুশারা, মনোজ ভন্ডগে, জ্যাকব বেথেল, দেবদত্ত পাডিক্কেল, স্বস্তিক চিকারা, লুঙ্গি এনগিদি, অভিনন্দন সিং, মোহিত রাঠি, টিম ডেভিড এবং রোমারিও শেফার্ড।
নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যাঁদের কিনেছে এবার-বিরাট কোহলি, রজত পাতিদার, যশ দয়াল, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, জিতেশ শর্মা, জোশ হ্যাজেলউড, রাসিখ দার সালাম, সুয়শ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, নুয়ান থুশারা, মনোজ ভন্ডগে, জ্যাকব বেথেল, দেবদত্ত পাডিক্কেল, স্বস্তিক চিকারা, লুঙ্গি এনগিদি, অভিনন্দন সিং, মোহিত রাঠি, টিম ডেভিড এবং রোমারিও শেফার্ড।
advertisement
4/6
আরসিবির প্রথম একাদশ যেমন হতে পারে- ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, স্বপ্নিল সিং, ভুবনেশ্বর কুমার, জোশ হ্যাজেলউড এবং যশ দয়াল।
আরসিবির প্রথম একাদশ যেমন হতে পারে- ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, স্বপ্নিল সিং, ভুবনেশ্বর কুমার, জোশ হ্যাজেলউড এবং যশ দয়াল।
advertisement
5/6
এবার আরসিবি কর্তারা অনেক সমঝে-বুঝে দল গড়েছেন। বিশেষ করে এবার আরসিবির বোলিং বিভাগ বেশ শক্তিশালী। সেখানে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল থাকছে।
এবার আরসিবি কর্তারা অনেক সমঝে-বুঝে দল গড়েছেন। বিশেষ করে এবার আরসিবির বোলিং বিভাগ বেশ শক্তিশালী। সেখানে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল থাকছে।
advertisement
6/6
আরসিবির দুরন্ত টিম দেখার পর অনেকেই বলছেন, ২০২৫ আইপিএলে বেঙ্গালুরু চ্যাম্পিয়ন। তবে সেটা হয়তো সময়ই বলবে। আপাতত এটুকু বলাই যায়, এবার সব থেকে ব্যালান্সড দল আরসিবির।
আরসিবির দুরন্ত টিম দেখার পর অনেকেই বলছেন, ২০২৫ আইপিএলে বেঙ্গালুরু চ্যাম্পিয়ন। তবে সেটা হয়তো সময়ই বলবে। আপাতত এটুকু বলাই যায়, এবার সব থেকে ব্যালান্সড দল আরসিবির।
advertisement
advertisement
advertisement