দুই অসাধারণ সুন্দরী নায়িকার বয়ফ্রেন্ড! চাইলেও বিয়ে হয়নি, 'প্রেমিক' রবি শাস্ত্রীর অজানা গল্প
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ravi Shastri relation gossip- জানা গিয়েছিল, রবি শাস্ত্রী একটি শর্ত দিয়েছিলেন অমৃতাকে। তিনি নাকি অমৃতাকে বলেছিলেন, বিয়ের পর তাঁকে অভিনয় ছাড়তে হবে। সেই কথা মেনে নিতে পারেননি অমৃতা।
advertisement
advertisement
advertisement
জানা গিয়েছিল, রবি শাস্ত্রী একটি শর্ত দিয়েছিলেন অমৃতাকে। তিনি নাকি অমৃতাকে বলেছিলেন, বিয়ের পর তাঁকে অভিনয় ছাড়তে হবে। সেই কথা মেনে নিতে পারেননি অমৃতা। তার পরই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন বলে ঠিক করেন। রবি শাস্ত্রী ও অমৃতা সিংয়ের সম্পর্কের গুঞ্জন চলেছিল বহুদিন। তবে আত্মসম্মান বোধ থেকে শেষ পর্যন্ত শাস্ত্রীর সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান অমৃতা।
advertisement
‘বেখুদি’ ছবির সময় সঈফ আলি খানের সঙ্গে দেখা হয় অমৃতার। সঈফ তাঁর চেয়ে ১২ বছরের ছোট ছিলেন। কিন্তু তাতে কোনও সমস্যা হয়নি। ১৯৯১ সালে দুজনেই গোপনে বিয়ে করেন। ২০০৪ সালে দুজনেই অবশ্য আলাদা হয়ে যান। এর পর কারিনা কাপুরকে বিয়ে করেন সঈফ। অমৃতা এখন সারা ও ইব্রাহিমকে নিয়ে থাকেন। ওদিকে, রবি শাস্ত্রীও তার পর বিয়ে করে নেন।
advertisement