Kavya Maran: IPL-এর সুন্দরী মালকিনের বিয়ে! কাব্যা মারানের হবু বর কে? জেনে নিন

Last Updated:
IPL Kavya Maran- কাব্যা মারান বিখ্যাত মিউজিক ডিরেক্টর ও সুরকার অনিরুদ্ধ রবিচন্দর-এর সঙ্গে বিয়ে করতে চলেছেন, যিনি থালাইভা রজনীকান্তের ভাগ্নে।
1/7
আইপিএলের সময় প্রায়ই নিজের দল সানরাইজার্সকে উৎসাহ দিতে দেখা যেত সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারানকে।৪১০ কোটি টাকার সম্পত্তির মালকিন কাব্যা খুব শীঘ্রই চলচ্চিত্র জগতের এক খ্যাতনামা সঙ্গীতশিল্পীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে খবর।
আইপিএলের সময় প্রায়ই নিজের দল সানরাইজার্সকে উৎসাহ দিতে দেখা যেত সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারানকে।৪১০ কোটি টাকার সম্পত্তির মালকিন কাব্যা খুব শীঘ্রই চলচ্চিত্র জগতের এক খ্যাতনামা সঙ্গীতশিল্পীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে খবর।
advertisement
2/7
কাব্যা মারান বিখ্যাত মিউজিক ডিরেক্টর ও সুরকার অনিরুদ্ধ রবিচন্দর-এর সঙ্গে বিয়ে করতে চলেছেন, যিনি থালাইভা রজনীকান্তের ভাগ্নে। অনিরুদ্ধ ‘আরআরআর’-সহ বহু সুপারহিট সিনেমার গান সুর করেছেন।
 
advertisement
3/7
জানা যাচ্ছে, গত এক বছরের বেশি সময় ধরে কাব্যা ও অনিরুদ্ধ পরস্পরকে ডেট করছেন। অনিরুদ্ধ ও কাব্যার বিয়ে নিয়ে রজনীকান্ত প্রবল উৎসাহী বলেও জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, গত এক বছরের বেশি সময় ধরে কাব্যা ও অনিরুদ্ধ পরস্পরকে ডেট করছেন। অনিরুদ্ধ ও কাব্যার বিয়ে নিয়ে রজনীকান্ত প্রবল উৎসাহী বলেও জানা যাচ্ছে।
advertisement
4/7
এবার যদি কাব্যা মারানের হবু স্বামী অনিরুদ্ধ রবিচন্দর-এর নেটওয়ার্থ ও উপার্জনের কথা বলা হয়, তাহলে মিডিয়া রিপোর্ট অনুযায়ী তিনি ভারতের অন্যতম ধনী সঙ্গীতশিল্পীদের মধ্যে একজন।তবে আয়-এর দিক থেকে তিনি কাব্যা মারানের ধারেকাছেও পৌঁছাতে পারেন না।
এবার যদি কাব্যা মারানের হবু স্বামী অনিরুদ্ধ রবিচন্দর-এর নেটওয়ার্থ ও উপার্জনের কথা বলা হয়, তাহলে মিডিয়া রিপোর্ট অনুযায়ী তিনি ভারতের অন্যতম ধনী সঙ্গীতশিল্পীদের মধ্যে একজন। তবে আয়-এর দিক থেকে তিনি কাব্যা মারানের ধারেকাছেও নন তিনি।
advertisement
5/7
কাব্যা মারানের মোট সম্পত্তির পরিমাণ ৪১০ কোটি টাকা। তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক ও সিইও।তাঁর বাবা কালানিধি মারান সান টিভি নেটওয়ার্কের মালিক। কাব্যার বাবা কালানিধি মারানের মোট সম্পত্তি প্রায় ১৯,০০০ কোটি টাকা।
কাব্যা মারানের মোট সম্পত্তির পরিমাণ ৪১০ কোটি টাকা। তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক ও সিইও।তাঁর বাবা কালানিধি মারান সান টিভি নেটওয়ার্কের মালিক। কাব্যার বাবা কালানিধি মারানের মোট সম্পত্তি প্রায় ১৯,০০০ কোটি টাকা।
advertisement
6/7
অনিরুদ্ধ বহু বছর আগে জনপ্রিয় গান “Why This Kolaveri Di” সুর করেছিলেন। তিনি শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি “জওয়ান”-এর মিউজিক ডিরেক্ট করার জন্য ১০ কোটি টাকার পারিশ্রমিক নিয়েছিলেন।
অনিরুদ্ধ বহু বছর আগে জনপ্রিয় গান “Why This Kolaveri Di” সুর করেছিলেন। তিনি শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি “জওয়ান”-এর মিউজিক ডিরেক্ট করার জন্য ১০ কোটি টাকার পারিশ্রমিক নিয়েছিলেন।
advertisement
7/7
অনিরুদ্ধ সুপারস্টার রজনীকান্তের ছবির গান সুর করার জন্যও প্রতি ছবিতে ৮ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। ফিল্মিবিট-এর রিপোর্ট অনুযায়ী, এই জনপ্রিয় সঙ্গীত পরিচালকের মোট সম্পত্তি প্রায় ৫০ কোটি টাকা।
অনিরুদ্ধ সুপারস্টার রজনীকান্তের ছবির গান সুর করার জন্যও প্রতি ছবিতে ৮ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। ফিল্মিবিট-এর রিপোর্ট অনুযায়ী, এই জনপ্রিয় সঙ্গীত পরিচালকের মোট সম্পত্তি প্রায় ৫০ কোটি টাকা।
advertisement
advertisement
advertisement