Yusuf Dikec: স্ত্রী নাকি ছেড়ে গিয়েছেন, তারপরেই মনের দুঃখে বন্দুক হাতে বাজিমাত, মিথ্যে ছেড়ে শ্যুটারের অধ্যাবসায়ের আসল লড়াইয়ের কাহিনি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Yusuf Dikec: কুল, ক্যাজুয়াল শ্যুটার ইউসুফে মজেছেন কোটি কোটি ফ্যান, এবার মিথ্যে খবর ছড়াচ্ছে হুড়মুড়িয়ে, কবে থেকে করেন শ্যুটিং রইল আপডেট
সল্ট -পিপার লুকে বাজার কাঁপাচ্ছেন তুর্কির শ্যুটার ইউসুফ ডিকেক৷ এতদিনে নিশ্চয় জেনে গিয়েছিন, চিনে গিয়েছেন এই কুল-ক্যাজুয়াল অথচ লক্ষ্যে সঠিক শ্যুটারকে৷ যিনি প্যারিস অলিম্পিক্স ২০২৪এ ১০ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতায় রুপো পদক জিতেছিলেন, তার "গিয়ারলেসসল্ট -পিপার লুকে বাজার কাঁপাচ্ছেন তুর্কির শ্যুটার ইউসুফ ডিকেক৷ এতদিনে নিশ্চয় জেনে গিয়েছিন, চিনে গিয়েছেন এই কুল-ক্যাজুয়াল অথচ লক্ষ্যে সঠিক শ্যুটারকে৷ যিনি প্যারিস অলিম্পিক্স ২০২৪এ ১০ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতায় রুপো পদক জিতেছিলেন, তার "গিয়ারলেস" অ্যাটায়ারে জন্য৷ " অ্যাটায়ারে জন্য৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তুরস্কে ফরাসি দূতাবাস সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা করে বলেছে, "ইউসুফ ডিকেকের মতো শান্ত হও। এমন শান্ত উপায়ে রৌপ্য পদক জেতার জন্য অভিনন্দন।" জেমস বন্ডের রেফারেন্স, কিছু পোস্টের সাথে হাস্যকরভাবে তার স্বাচ্ছন্দ্যপূর্ণ অবস্থানে একটি সিগারেট যোগ করা, তার নতুন খ্যাতির কৌতুকপূর্ণ প্রকৃতির উপর জোর দেয়।
advertisement
advertisement
ডিকেক টার্কিশ সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর স্বতন্ত্র শ্যুটিং পদ্ধতি সম্পর্কে বিবরণ দেন। তিনি তাঁর শ্যুটিং পদ্ধতিকে ‘বিশ্বের বিরল শ্যুটিং কৌশল’ বলেছেন৷ এই কথা তিনি টিজিআরটি হ্যাবারের সঙ্গে একটি সাক্ষাৎকারে এই কথা বলেছেন৷ তিনি দাবি করেন যে এমনকি রেফারিরাও দু'চোখ খোলা রেখে শ্যুট করার প্র্যাকটিশ দেখে হতবাক হন।