Paris Olympics 2024: ছিঃ এ কী লজ্জা, প্যারিস অলিম্পিক্সের হতশ্রী হাল, পাখা খারাপ সিন্ধুর, ঘর থেকে দেদার চুরি, মিলছে না খাবার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Paris Olympics 2024: অ্যাথলিটরা নাকাল, ভারতীয় অ্যাথলিটদের খাবার অর্ডার করতে হচ্ছে, এমন ছোট্ট ঘর দম বন্ধ হয়ে যায়! এসি তো নেইই, ঘরের পাখাও যাচ্ছে খারাপ হয়ে...
: অলিম্পিক্সের আয়োজন ঠিকভাবে করতে পারেনি প্যারিস৷ অ্যাথলিটরা সকলেই কম-বেশি অসন্তুষ্ট৷ আর এরই জেরে নাকি অ্যাথলিটদের পারফরম্যান্সে প্রভাব পড়ছে৷ সাধারণ মানুষ ও দর্শকদের সমস্যা তো হচ্ছেই কিন্তু এবার আবাসন, খাবার ও যাতায়াত সুবিধা নিয়েও অনেক অভিযোগ তুলেছে ক্রীড়াবিদদের। এর পাশাপাশি খেলোয়াড়দের ঘর থেকে দামি জিনিসপত্র চুরির মারাত্মক অভিযোগও আসছে।
advertisement
advertisement
advertisement
অলিম্পিক্স গেমস ভিলেজ হয়ে গেল 'নরক'একজন ভারতীয় বক্সার, যিনি গেমস চলাকালীন অত্যন্ত গরম একটি দিনে, একটি নন এসি বাসে এমন বাসে ভ্রমণ করছিলেন, তখন তাঁর মনে হচ্ছিল এটি একটি 'নরকের ভ্রমণ'। শুধুমাত্র তিনিই অভিযোগ করছেন না একাধিক ক্ষেত্রে প্রবল গরমের জেরে গেমসের জন্য এখানে আসা শীর্ষ ক্রীড়াবিদদের তুলে ধরা সমস্যাগুলির মধ্যে একটি, যার খরচ প্রায় ৯ ডলার বিলিয়ন৷ পরিবহন সমস্যা ছাড়াও, প্যারিসের অলিম্পিয়ানরা ঠিকভাবে ঘুমোতে পারছেন না৷ এমনকি তাঁদের ঘুম ছিনিয়ে নিচ্ছে লাগেজ নিয়ে উদ্বেগ৷
advertisement
advertisement
advertisement
ভারতের শীর্ষস্থানীয় সিঙ্গলস টেনিস খেলোয়াড় সুমিত নাগাল খাবারের জন্য ডাল এবং রুটি অর্ডার করছেন। দু-বারের অলিম্পিক্স পদক বিজয়ী পিভি সিন্ধু, বুধবার নকআউট রাউন্ডে তাঁর স্থান নিশ্চিত করার পরে, বলেছিলেন ফ্যান কাজ করছিল না এদিকে অলিম্পিক্সের সবচেয়ে উষ্ণ রাত ছিল। তবে তিনি নিশ্চিত ছিলেন না যে অন্য লোকেরা ভাল ঘুমাতে সক্ষম হবে।
advertisement
advertisement
একজন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় বলেছেন যে কার্ডবোর্ডের তৈরি বিছানা এতটাই অস্বস্তিকর যে প্রথম দুই রাত তারঁ শান্তিতে ঘুম পর্যন্ত হয়নি৷ এর পাশাপাশি ট্র্যাফিক সমস্যা মোকাবিলা করার জন্য, ভারতীয় ক্রীড়াদল একটি স্টেশন ওয়াগন, একটি মিনি এসইউভি, দুটি মিনিভ্যান এবং অন্যান্য চারটি গাড়ি রেখেছে৷ যা প্যারিস জুড়ে গেমস ভিলেজ থেকে স্পোর্টিং ভ্যেনুতে নিয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। ভারতীয় অ্যাথলিটদের নিজেদের রুমের ভিতরে সেফ ব্যবহার করতে বলা হয়েছে। কারণ একের পর চুরির ঘটনা সামনে আসছে গেমস ভিলেজ থেকে৷